মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য মজুদের দায়ে চেইন সুপার শপ স্বপ্নের গাজীপুর শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের নির্বাহী ম্যাজিস্টেট তওহীদ বিন হাসান এ জরিমানা করেন তাদের।
দুপুরে শহরের রাজবাড়ী এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযান চলাকালে প্রতিষ্ঠানটিতে বেশ কিছু মেয়াদউত্তীর্ণ পণ্য পাওয়া যায়। এই পণ্য কেন বিক্রির জন্য রাখা হয়েছে তার কোন সদুত্তর দিতে পারেনি কর্মকর্তারা। পরে জরিমানা করা হয় তাদের। গতকাল ঢাকায় স্বপ্নের একটি শাখাকে জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।