হান্নান শাহ-নোমানকে চীন পাঠালেন খালেদা জিয়া

ঢাকা: ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীন সফরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ ও ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

মঙ্গলবার (২৩ জুন) বেলা ১২টায় ঢাকা হযরত শাহ জালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চায়না এয়ার লাইন্সের একটি ফ্লাইটে বিএনপির এ দুই নেতা চীনের উদ্দেশে রওনা দেন।

এদিন রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং কর্মকর্তা শায়রুল কবির খান।

সম্প্রতি চীনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফরে এসে খালেদা জিয়ার সঙ্গে তার বাসায় সাক্ষাৎ করে। এর একদিন আগে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন।

দলীয় সূত্রে জানা যায়, ওই দুই বৈঠক থেকে বিএনপির প্রতিনিধি দলকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়। ওই আমন্ত্রণে সাড়া দিতেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ ও ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানকে চীন সফরে যাওয়ার নির্দেশ দেন।

সূত্র আরও জানায়, এ ধরনের সফরে সাধারণত দলের স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খানসহ বাম রাজনীতি থেকে আসা বিএনপির শীর্ষ নেতাদের পাঠিয়ে থাকেন খালেদা জিয়া। কিন্তু সম্প্রতি ওই তিন নেতার ফোনালাপ ফাঁস হওয়ার পর তাদের ওপর আর আস্থা রাখতে পারছেন না বিএনপি প্রধান।

বিকল্প হিসেবে দলের ভাইস চেয়ারম্যান প্রখ্যাত শ্রমিকনেতা বাম ঘরানার রাজনীতিক আব্দুল্লাহ আল নোমান এবং ওয়ান ইলেভেনের পরীক্ষায় উত্তীর্ণ আ স ম হান্নান শাহকে চীনে পাঠানোর সিদ্ধান্ত নেন খালেদা জিয়া।

জানা যায়, ১০ দিনের এ সফরে চীনা কমিউনিস্ট পার্টির বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন বিএনপির এ দুই শীর্ষ নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *