আমাকে হত্যা করে জামায়াতকে দায়ী করার পরিকল্পনা হয়েছিল: খালেদা জিয়া

আমাকে হত্যা করে জামায়াতকে দায়ী করার পরিকল্পনা হয়েছিল: খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দাবি করেছেন তাকে হত্যা করে জামায়াতকে দায়ী করার পরিকল্পনা হয়েছিল বলেই ২০১৩ সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সাথে তিনি সাক্ষাৎ করতে পারেননি। গতকাল শনিবার প্রকাশিত এক সাক্ষাৎকারে এ দাবি করেন বিএনপি চেয়ারপারসন।

খালেদা জিয়া বলেন, ‘২০১৩ সালে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আমার বৈঠক বাতিল করতে হয়েছিল, কারণ আমি হত্যার হুমকি পেয়েছিলাম। যদি আমার কিছু হতো (বৈঠকে যাওয়ার পথে), তবে আমাদের বিরোধীরা তার জন্য জামায়াতকে দায়ী করার পরিকল্পনা করেছিল।’

এই সাক্ষাৎকারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে অনুষ্ঠিত বৈঠক নিয়েও কথা বলেন খালেদা জিয়া। এ বৈঠক কেমন হয়েছে—জানতে চাইলে খালেদা জিয়া বলেন, ‘খুবই সন্তোষজনক বৈঠক হয়েছে। মোদিজির সঙ্গে সাক্ষাৎ করাটা ছিল চমৎকার। আমি অবশ্যই বলব, খুবই আন্তরিক পরিবেশে বৈঠকটি হয়েছে। আমি খুবই সন্তুষ্ট।’ তারা দুজন যেসব বিষয় নিয়ে আলোচনা করেছেন, তার মধ্যে প্রধান বিষয়গুলো কী ছিল? এ প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমি যেমন বললাম, বৈঠকটি ছিল খুবই আন্তরিক এবং খুবই ভালো বৈঠক। আপনি জানেন, এটা একান্ত বৈঠক ছিল। আমরা কী নিয়ে কথা বলেছি, তার সব বলতে পারব না, তবে অবশ্যই বৈঠকটি ছিল অত্যন্ত সন্তোষজনক।’

খালেদা জিয়ার দাবি মোদির সাথে তার বৈঠক নস্যাত করতে শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছিল। উল্লেখ্য, গত ৬ জানুয়ারি নরেন্দ্র মোদির প্রথম সফরের মাত্র একদিন আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাক্ষাতের কোনো সম্ভাবনা নেই। এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে ভারতের পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর নয়াদিল্লিতে স্পষ্ট করে জানান, প্রধানমন্ত্রী মোদির সফরসূচিতে খালেদা জিয়ার সঙ্গে বৈঠক হবে। গত ৭ জুন নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন খালেদা জিয়া।
সূত্র : দ্য সানডে গার্ডিয়ান।

আতিক/প্রবাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *