একটি প্রচণ্ড শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

একটি প্রচণ্ড শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে আমাদের। যা দিশেহারা আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। কাউকে হয়ত বাধ্যও করবে। আমাদের রাজনৈতিক নেতৃত্বকে সঠিক বার্তা পৌঁছে দিতে হবে আমাদের।

আপাতত দুটো বিষয় নিয়ে কাজ করলেই সবাইকে সঠিক বার্তা পৌঁছে দেয়া সম্ভব। প্রথমত ভারতীয় পণ্য বর্জন করতে হবে। জানি, বলা সহজ কিন্তু করা অনেক কঠিন। আপনি প্রয়োজনীয় যে কোন ভারতীয় পণ্য ব্যবহার করুন। শুধুমাত্র একটা অনুরোধ রাখেন তাহলেই হবে। আপনার ব্যবহৃত airtel এর সিমটা বাদ দিয়ে অন্য কোন অপারেটরের সিম ব্যবহার করুন। শুধু এই সহযোগীতাটা করলেই হবে আপাতত। অনেক টাকাতো অনেক ভাবে খরচ করি। যারা airtel ব্যবহার করে তাদেরকে অন্য কোন অপারেটরের সিম উপহার দেই। এক airtel কে লক্ষ্য হিসাবে আপাতত গ্রহণ করি, হাটে মাঠে ঘাটে এই একটা কাজই করি এবং এই প্রচেষ্টা চলমান রাখি সবসময়। সঠিক বার্তা পৌঁছে যাবে দেশে/বিদেশে সকল স্থানে।

দ্বিতীয়ত বিভিন্ন প্রতিষ্ঠানে অবৈধ ভাবে কর্মরত ভারতীয়দের বিতাড়িত করতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও অবৈধ ভাবে ব্যবসা রত সকল ভারতীয় ও বিদেশীদের চিহ্নিত করুন, তাদের বৈধ কাগজপত্র আছে কিনা জিজ্ঞেস করুন। আপনার পাসের বাসায়ই হয়ত কোন অবৈধ ভারতীয় থাকে। অবৈধ ভারতীয়দের সামাজিক ভাবে কোণঠাসা করুন। সামর্থ্যবান সচেতন নাগরিক, আইনজীবী, মানবাধিকার কর্মীরা আদালতের শরণাপন্ন হউন। এককথায় অবৈধ ভাবে কর্মরত ভারতীয়দের জন্য বাংলাদেশ নিরাপদ নয়, বিপদজনক। এই রকম একটা পরিবেশ তৈরি করতে হবে। সঠিক বার্তা পৌঁছে যাবে সকল স্থানে।

এই দুটো কাজ করা কি খুব কঠিন ও বিপদজনক? অনেক ব্যয় বহুল? অনেক সময় সাপেক্ষ্য? বেআইনি? আমারা কি নিজেদের মঙ্গলের জন্য এই সামান্য আইনানুগ চেষ্টা করব না???

যদি সহমত পোষণ করেন তাহলে এই বার্তা আপনার মত করেই পৌঁছে দিন প্রতিটি ঘরে ঘরে। তবে অবশ্যই প্রথমে নিজ গৃহে…

জিখান/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *