বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

কা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

রোববার (৭ জুন) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দু’টি মামলার চার্জশিট আমলে নিয়ে এ পরোয়ানা জারি করেন।

গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া অন্যরা হলেন-জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সৈয়দা আছিয়া আশরাফি পাপিয়া, বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবীবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকুসহ ২৮ নেতাকর্মী।

২০১৫ সালের ২৮ জানুয়ারি বিএনপি ও ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে মিরপুর এলাকায় জনসেবা প্রকল্প অফিসের সামনে যানবাহন চলাচলে বাধা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, ইট পাটকেল নিক্ষেপ ও নাশকতার অভিযোগে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

চলতি বছরের ২৪ মার্চ দু’টি মামলায় ৪২ জনের বিরুদ্ধে চার্জশিট দেয় পুলিশ। এর মধ্যে এ ২৮ জনকে পলাতক দেখানো হয়। রোববার (৭ জুন) দু’টি মামলার চার্জশিট আমলে নিয়ে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি ১৪ জনের মধ্যে কেউ জামিনে আছেন। কেউ কারাগারে আটক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *