৬ জুন দুই দিনের সফরে বাংলাদেশে আসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের বৃহত্তম দল বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বৈঠক করবেন বলে জানা গেছে। মোদির এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে দলটি।
বিএনপির তরফ থেকে মোদি সরকারের কূটনীতিক তৎপরতার সঙ্গে সম্পৃক্তদের একজন এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। তবে সরকার দুই নেতার এই সাক্ষাতকারে বাধা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা করেছে বিএনপি।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সার্কের স্বপ্নদ্রষ্টা হিসেবে স্বীকৃতি দিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী বিজেপির অটল বিহারী বাজপেয়ী অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। বিজেপির সাথে বিএনপির বিভিন্ন দিকে নিবিড় সম্পর্ক রয়েছে। তাই বাধা এলেও আজকের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ দেবেন।
এরই মধ্যে মোদির সঙ্গে বৈঠকে কী কী বিষয় তুলে ধরা হবে তা চূড়ান্ত করতে কাজ করছে বিএনপি হাইকমান্ড। মোদি-খালেদা বৈঠকের মাধ্যমে ভারতের ক্ষমতাসীন বিজেপির সঙ্গে বিএনপির সম্পর্ক ঝালাই হবে বলে মনে করেন বিশ্লেষকরা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠকের ব্যাপারে দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে কয়েক কয়েকজনকে দায়িত্ব দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। চেয়ারপারসনের নির্দেশে তারা মোদি সরকারের নীতিনির্ধারক নেতা, পররাষ্ট্র মন্ত্রণালয় ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন তারা।
দলীয় সূত্র জানায়, ৭ জুন যেকোন সময় এ বৈঠক হবে। তবে অনুষ্ঠানাদির উপর নির্ভর করে বৈঠকের সময়ের হেরফের হতে পারে। সফরের প্রথম দিন সরকারি বিভিন্ন বৈঠক সাক্ষাতকারে ব্যস্ত থাকবেন বলে জানা গেছে। সব ঠিক থাকলে দ্বিতীয় দিন খালেদা জিয়ার সঙ্গে তিনি বৈঠক করবেন। ভারতের ক্ষমতাসীন বিজেপির তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে দাবি বিএনপির ওই সূত্র।
এক বছর আগে ভারতে তৎকালীন ক্ষমতাসীন দল কংগ্রেসের ভরাডুবির মধ্য দিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকার প্রতিবেশি দেশগুলোর কোন দলের প্রতি নয়, জনগণের সঙ্গে সুসম্পর্কের গুরুত্ব দিবে বলে বিভিন্ন সময় গণমাধ্যমে খবর বের হয়। এ বিবেচনায়ও প্রথম বারের মতো নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায়না বলে মনে করে রাজনৈতিক বিশ্লেষকরা।
এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির সঙ্গে বিজেপির নিবিড় সম্পর্ক আছে। সেটা অটল বিহারী বাজপেয়ীর শাসনামলেই উদাহরণ মিলেছে। বিজেপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজও খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ দিয়েছেন এমনকি ১২ মিনিট একান্তে বৈঠকও করেছেন। বিএনপি চেয়ারপারসনকে তার গুলশান কার্যালয়ে অবরুদ্ধ করে রাখা এবং পিপারস্প্রেতে অসুস্থ হবার পর বিজেপির সভাপতি অমিতশাহ খোঁজ-খবরও নিয়েছেন।
তিনি জানান, রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার হরণ, বিরোধী মতকে সহ্য না করে উল্টো সরকারের নিপীড়ন-দমন নীতি, নেতাকর্মীদের গুম, অপহরণের বিষয়গুলো মোদির সাথে শেয়ার করা হতে পারে বলে জানান এই নেতা। বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে প্রতিবেশী দেশ হিসেবে সহযোগিতা চাওয়া হতেই পারে।
এদিকে মোদির সফর সংশ্লিষ্টরা জানিয়েছেন, সফরের প্রথম দিনে (৬ই জুন) সকাল থেকে সন্ধ্যা অবধি সরকারি কর্মসূচিতে ব্যস্ত সময় কাটাবেন মোদি। জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে সফরের আনুষ্ঠানিকতার শুরু হবে। সেখান থেকে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু জাদুঘরে ফিরে যাবেন মোদি। হোটেলে ফেরার পর পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
দুপুরের পর যাবেন প্রধানমন্ত্রীর দফতরে। সেখানে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক ছাড়াও মন্ত্রী-উপদেষ্টা ও পদস্থ কর্মকর্তাদের নিয়ে আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক, ঢাকা-শিলং-গুয়াহাটি বাস সার্ভিসের উদ্বোধন এবং ঢাকা-দিল্লির মধ্যে নতুন ও নবায়ন মিলে অন্তত ২০টি চুক্তি সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। ওই দিনে তার সম্মানে প্রধানমন্ত্রী নৈশভোজের আয়োজন করছেন। হোটেল সোনারগাঁওয়ের ওই ভোজে সরকারের প্রতিনিধিদের পাশাপাশি সংসদের বিরোধী বেঞ্চের নেতাদেরও আমন্ত্রণ জানানো হবে।
পররাষ্ট্র দফতরের একাধিক সূত্রের দাবি, রাষ্ট্রীয় এমন আয়োজনে সংসদের বিরোধী নেতাদের আমন্ত্রণের বিষয়টি নতুন সংযোজন। এমনকি বিরোধী সংসদ নেতার সঙ্গে কোনো অতিথির অ্যাপয়েনমেন্টে পররাষ্ট্র দফতরের সম্পৃক্ততাও নতুন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন সকালে নরেন্দ্র মোদির ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে যাবেন। সেখান থেকে ফিরে যাবেন বঙ্গভবনে। সেখানে প্রেসিডেন্ট আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ছাড়াও বিজেপি নেতা সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর পক্ষে বাংলাদেশ মৈত্রী সম্মাননা গ্রহণ করবেন তিনি। বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে নরেন্দ্র মোদির হাতে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ওই সম্মাননা তুলে দেবেন। ওই দিনই বারিধারা কূটনৈতিক জোনের দূতাবাস সড়কে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের উদ্বোধন করবেন। পরে তিনি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে জনবক্তৃতা দেবেন।
আতিক/প্রবাস
One thought on “মোদি-খালেদা বৈঠকে সরকারের বাধা সৃষ্টির আশঙ্কায় বিএনপি”