বাজারে এলো গ্রেনেড প্রুফ গাড়ি

ঢাকা: মার্সিডিজ বেঞ্জ এবার বাজারে নিয়ে এলো বিলাসবহুল গ্রেনেড প্রুফ গাড়ি। গাড়িটির জার্মানি নির্মাতা সংস্থা দাবি করছে, ‘এস ৬০০ গার্ড’ নামে গাড়িটি গ্রেনেডেও অক্ষত থাকবে।

মার্সিডিজ বেঞ্জ ভারতীয় ম্যানেজিং ডিরেক্টর ও সিইও এবারহার্ড কের্ন জানান, যাদের সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা প্রয়োজন তাদের কথা মাথায় রেখেই গাড়িটি নির্মাণ করা হয়েছে। ইতোমধ্যে ভারতের বাজারে গাড়িটি উঠানো হয়েছে।

কের্ন জানান, এস-শ্রেণির মার্সিডিজের এ গাড়িতে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ৮.৯ কোটি টাকা থেকে ভারতীয় বাজারে গ্রেনেড প্রুফ এ গাড়ির দাম শুরু।

নতুন মডেলের এ গাড়িটি VR9 ( Highest ballistics protection class) সার্টিফিকেট পেয়েছে বলেও দাবি করেন এবারহার্ড কের্ন।

গাড়িটিকে ফর্টরেস অন হুইলস (fortress on wheels) বলে আখ্যায়িত করে তিনি বলেন, গাড়িটিতে গ্রেনেডের আক্রমণ থেকে রক্ষার পাশাপাশি রয়েছে অগ্নিপ্রতিরোধ ব্যবস্থাও।

One thought on “বাজারে এলো গ্রেনেড প্রুফ গাড়ি

Leave a Reply to Classic Rahman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.