শীঘ্রই দেশে ফিরতে পারছেন না সালাহ উদ্দিন

ঢাকা: বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে শীঘ্রই দেশে ফিরিয়ে আনা যাচ্ছে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক।

রোববার সকাল পৌনে ১২টার দিকে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

তিনি বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে সেখানে একটি মামলা করেছে সে দেশের পুলিশ। ওই মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া যাচ্ছে না।

গত ১১ মে সোমবার সালাহ উদ্দিন আহমেদ তার স্ত্রী হাসিনা আহমেদকে মেঘালয়ের শিলং থেকে ফোন করে বলেন, তিনি বেঁচে আছেন। এর পরই তার দুই মাস নিখোঁজ থাকা নিয়ে ছড়ানো নানা গুজবের অবসান ঘটে।

তবে সালাহ উদ্দিন আহমেদ সীমান্ত থেকে ৮০ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে কীভাবে সিলং পৌঁছলেন সেই রহস্যের এখনো কুল কিনারাহয়নি। গত বৃহস্পতিবার মেঘালয় পুলিশের গোয়েন্দা বিভাগ সালাহ উদ্দিনকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এসময় তিনি তাদের জানান, তাকে দুইমাস একটি ঘুপচি ঘরে আটকে রাখা হয়েছিল। বেশ কয়েকটি গাড়ি বদল করে তাকে শিলংয়ে রেখে যাওয়া হয়। তিনি চোখ বাধা ছিলেন। পরে জানতে পারেন তাকে যেখানে ফেলে রেখে যাওয়া হয় সেটি শিলং গলফ লিঙ্ক এলাকা।

পরে পুলিশ স্টেশনে হাজির হলে পুলিশ তাকে প্রথমে একটি মানসিক হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে নেয়া হয় সরকারি হাসপাতালে। তিনি এখনো সেখানেই চিকিৎসাধীন। তার কিডনি, হার্টের চিকিৎসা চলছে।

গত ১০ মার্চ সালাহ উদ্দিন উত্তরার নিজ বাসা থেকে নিখোঁজ হন। পরিবারের দাবি, আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে একদল দল তাকে তুলে নিয়ে যায়। কিন্তু পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, সালাহ উদ্দিনের ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য নেই।

৪ thoughts on “শীঘ্রই দেশে ফিরতে পারছেন না সালাহ উদ্দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *