বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীসহ দলের সকল নিখোঁজ নেতাকর্মীদের সন্ধান চান দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
রবিবার বিকেলে বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপনের স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, সালাহউদ্দিন আহমেদকে রাজধানীর উত্তরার বাসা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধরে নিয়ে যাওয়ার দুই মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। আমি সরকারের কাছে তার সন্ধান দাবি করছি।
তিনি বলেন, বিএনপির অন্যতম সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি ইলিয়াস আলী, ঢাকা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা চৌধুরী আলম, সাবেক সংসদ সদস্য লাকসাম বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরু ও হুমায়ুন কবির পারভেজ এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন ও সিলেটের ছাত্রনেতা ইফতেখার আহমদ দিদারসহ বিরোধী দলের বহু নেতাকর্মীকে বলপূর্বক গায়েব করে ফেলা হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদেরকে আটক করে নিয়ে যাওয়ার পর দীর্ঘ দিনেও তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। জানা যায়নি তাদের ভাগ্যে কি ঘটেছে। নির্ঘুম রাত কাটছে তাদের পরিবার-পরিজনদের।
খালেদা জিয়া বিবৃতিতে আরও বলেন, সালাহউদ্দিন বিএনপির মতো একটি বৃহত্তম রাজনৈতিক দলের অন্যতম যুগ্ম মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী, তার মতো একজন গুরুত্বপূর্ণ নাগরিককে দীর্ঘদিন গায়েব করে রেখে যদি সরকার ও রাষ্ট্রীয় প্রশাসন নির্বিকার থাকতে পারে তাহলে সাধারণ নাগরিকদের নিরাপত্তা কোথায়? দেশে আইন ও প্রাতিষ্ঠানিকতা কি বিলুপ্ত হয়ে গিয়েছে? কাউকে কি কখনো কোনো কিছুর দায় নিতে বা জবাবদিহি করতে হবে না?
তিনি বলেন, “আমি আবারো দাবি জানাচ্ছি, সালাহউদ্দিনকে অবিলম্বে মুক্তি দিয়ে তার পরিবারের কাছে ফেরত দেওয়া হোক। দাবি করছি, সকল নাগরিকের বেঁচে থাকার অধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার পাবার সুযোগ নিশ্চিত করা হোক। দাবি জানাচ্ছি, সর্বস্তরে স্বেচ্ছাচারিতার বদলে আইনের শাসন ও প্রাতিষ্ঠানিক রীতি-নীতি পুনঃপ্রতিষ্ঠিত করা হোক। দাবি করছি, আইনের প্রয়োগ, তদন্ত ও বিচারিক ক্ষেত্রে নৈরাজ্যের অবসান ঘটিয়ে শৃঙ্খলা ও নিয়ম-নীতি ফিরিয়ে আনা।
Mahbub Samol liked this on Facebook.
Papon Prova liked this on Facebook.
Mukter Hossan liked this on Facebook.