এতো জালিয়াতির পরও মোট ভোটের ২০ আর ২৫ শতাংশ ভোট পেয়ে তারা মেয়র

তিন সিটিতে নবনির্বাচিত মেয়রদের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন দক্ষিণের সাঈদ খোকন। আর কম ভোট পেয়েছেন উত্তরের আনিসুল হক।নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, খোকন ৬২ শতাংশ, নাছির ৫৮ শতাংশ ও আনিসুল হক ৫৫ শতাংশ ভোট পেয়েছেন।তবে মোট ভোটার সংখ্যার হিসেবের সাথে তাদের প্রপ্ত ভোট মেলালে দেখা যায় আনিসুল হক মাত্র ২০ শতাংশের মত আর সাঈদ খোকন মাত্র ২৫ শতাংশের মত ভোট পেয়েছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মোট ভোটার ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৪জন। এরমধ্যে ডিএনসিসি নির্বাচনের প্রদত্ত বৈধ ভোট ৮ লাখ ৪১ হাজার। নবনির্বাচিত মেয়র আনিসুল হক পেয়েছেন ৪ লাখ ৬০ হাজার ১১৭ ভোট। যা প্রদত্ত বৈধ ভোটের ৫৪ দশমিক ৭১ শতাংশ। তবে মোট ভোটের মাত্র ২০ শতাংশের মত।

অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) মোট ১৮ লাখ ৭০ হাজার ৭৫৩ জন ভোটার রয়েছে। এরমধ্যে প্রদত্ত বৈধ ভোট ৮ লাখ ৬৫ হাজার ৩৫৪টি। মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পেয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ২৯৬ ভোট। যা বৈধ ভোটের ৬১ দশমিক ৮৬ শতাংশ। মোট ভোটের ২৫ শতাংশের একটু বেশি।
এদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনে মোট ১৮ লাখ ১৩ হাজার ৪৪৯ জন ভোটার রয়েছেন। এরমধ্যে প্রদত্ত ভোট ৮ লাখ ২১ হাজার ৩৭১টি। আ. জ. ম. নাছির উদ্দীন ৪ লাখ ৭৫ হাজার ৩৬১ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন। যা প্রদত্ত বৈধ ভোটের ৫৭ দশমিক ৮৭ শতাংশ।নবনির্বাচিত এই তিন মেয়র জীবনে প্রথমবারের মতো নগরপিতা হওয়ার স্বাদ পেলেন। এদের মধ্যে সাঈদ খোকন ও নাছির উদ্দীন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কিন্তু আনিসুল হক একজন ব্যবসায়ী নেতা।

৩ thoughts on “এতো জালিয়াতির পরও মোট ভোটের ২০ আর ২৫ শতাংশ ভোট পেয়ে তারা মেয়র

Leave a Reply to Mohammad Jabed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.