ঢাকা: সুযোগ পেলেই খোঁচা মারেন। এবারও মারলেন। খুলনায় বাংলাদেশের সঙ্গে প্রথম টেস্ট জিততে না পারার আক্ষেপে পুড়ছে গোটা পাকিস্তান। এর মধ্যে সাবেক পাক ক্রিকেটার রমিজ রাজা যেন একটু বেশীই বিচলিত।
ড্র করা খুলনা টেস্ট নিয়ে তিনি বলেছেন, ‘৩০০ রানের মতো লিড পাওয়ার পরেও আমাদের দল যে বাংলাদেশকে ৫৫০ রানের বেশি করার সুযোগ দিল এটা খুবই হতাশার। জানি না আমাদের দেশের ক্রিকেট কোথায় যাচ্ছে। আমরা যদি টেস্টে বাংলাদেশকেই না হারাতে পারি, তাহলে আমরা কোথায় যাচ্ছি? এমন ধারা চলতে থাকলে কে আমাদের খেলা দেখার আগ্রহ পাবে বা আমাদের খেলতে ডাকবে? পাকিস্তানের ক্রিকেটের ব্র্যান্ডকেই এটা ক্ষতিগ্রস্ত করবে।’
ভারতে বসে আইপিএলে ধারাভাষ্য দিতে ব্যস্ত রমিজ পাকিস্তানের জিয়ো জিও টিভিকে দেওয়া সাক্ষাৎকারের পরের কথাটা আরও মারাত্মক। টেস্টের শেষ দিনে কথায়-কথায় লেগে গিয়েছিল সাকিব আল হাসান আর ওয়াহাব রিয়াজের। এই প্রসঙ্গ টেনে রমিজ ব্যঙ্গ করে বলেছেন, ‘এমনও দিন দেখতে হলো, যেদিন বাংলাদেশের খেলোয়াড়েরা পাকিস্তানের খেলোয়াড়দের চোখে চোখ রেখে কথা বলছে।’
তবে পাকিস্তানের সাবেক তারকা মোহাম্মদ ইউসুফ অবশ্য প্রশংসাই করলেন বাংলাদেশের, ‘সাকিব আর রিয়াজের মধ্যে যা হলো, কয়েক বছর আগে এটা আপনি কল্পনাও করতে পারতেন না। এটা আজ হয়েছে, কারণ ক্রিকেট খেলিয়ে দেশ হিসেবে তারা উন্নতি করছে।’ খুলনা টেস্ট নিয়ে ইউসুফের মন্তব্য ‘আমরা ড্র করিনি, আমরা আসলে বাংলাদেশের কাছে হেরে গেছি।’
Halay charal or katha darte nai
Mukter Hossan liked this on Facebook.
AL Amin Jcd liked this on Facebook.