ঢাকা : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ১১ নং ওয়ার্ডের ফলাফল বাতিল করে পুনরায় ভোট গ্রহণ এবং বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী সাবেক কমিশনার এ এল এম কাওসার আহম্মদ এর মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে ১১নং ওয়ার্ডের জনগণ।
রোববার সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের ছোট হলরুমে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ডের জনগণ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন মিরপুর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ।
আব্দুর রাজ্জাক বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরশনে নির্বাচনে- ১১ নং ওয়ার্ডের আদর্শ ঢাকা আন্দোলনের মনোনীত কাউন্সিলর প্রার্থী সাবেক কমিশনার এ এল এম কাওসার আহম্মদ তার প্রতিক রেডিও মার্কায় সকাল থেকে প্রচুর ভোট প্রদান করে জনগণ। কিন্তু দুপুর ১২টার দিকে সরকার দলীয় কাউন্সিলর প্রার্থী কুমড়া মার্কার এজেন্টরা কেন্দ্র থেকে রেডিও মার্কার এজেন্টদেরকে বের করে দেয়। পরর্বতীতে জাল ভোট প্রদান শুরু করে । এর পরেও রেডিও মার্কার প্রার্থী এগিয়ে থাকলেও বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ভোট গণনা করা থেকে বিরত রাখে এবং অদ্যবধি আমরা জানতে পারি নাই যে কত ভোট কে পেয়েছে।
তিনি বলেন, আমরা আগেই আশঙ্কা করেছিলাম আমরা ভোটে বিজয়ী হলেও ভোট ডাকাতিরা জয়ী হতে দেবে না । আমাদের আশঙ্কা তখন সত্য হলো যখন আমরা জানতে পারলাম আমাদের প্রার্থীকে ষড়যন্ত্র করে মাত্র ৬০ ভোটের মাধ্যমে পরাজিত করা হয়েছে’।
নির্বাচন কমিশনার কাছে অনুরোধ করে তিনি বলেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে অভিযুক্ত কেন্দ্র গুলো ফলাফল পূর্ণ ভোট গণনা অথবা নির্বাচন দেওয়ার জন্য দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, এ এল এম কাওসার আহম্মদ নির্বাচনে প্রচারণার প্রথম দিকে মিরপুর থানা ও ডিবি পরিচয় দিয়ে এক দল লোক তার বাসায় গিয়ে কয়েক বার হুমকি দেয়। এবং প্রচারণা চালানোর সময় মিরপুর থানা পুলিশ তার বিরুদ্ধে মামলা না থাকলেও তাকে গ্রেফতার করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়। তার বয়স ৬৪ বছর তিনি এখন কারাগারে মানবেতর জীবন যাপন করছেন। আমরা তার অবিলম্বে মুক্তি দাবি করছি।’
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, এ কে এম আহমাদ হোসেন, প্রার্থীর ভাই হারুনুর রশিদ, মীর হোসেন মিরন, সালাউদ্দীন হোসেন প্রমুখ।
Mizanur Rahaman liked this on Facebook.
Anwar Bhuiyan liked this on Facebook.
ফরহাদ চৌধুরী চয়ন liked this on Facebook.
Shaju Karim liked this on Facebook.