প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

ঢাকা: ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন তা নিয়ে ভোটারদের আগ্রহ রয়েছে বেশ। বিভিন্ন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার সকাল সকাল ভোট দিয়ে ফেলবেন। পরে প্রার্থীরা বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করবেন।

ঢাকা উত্তরের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হক সকাল সাড়ে ৮টায় ভোট দেবেন বনানীর বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ। বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল ভোটাধিকার প্রয়োগ করবেন মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল কলেজ কেন্দ্রে। বিকল্পধারার প্রার্থী মাহী বি চৌধুরী ভোট দেবেন বারিধারা পার্ক রোডের একটি কেন্দ্রে। গণসংহতি আন্দোলন সমর্থিত প্রার্থী জোনায়েদ সাকি ভোট দেবেন মগবাজারের ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজ, সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী (কাফি রতন) ভোট দেবেন তেজগাঁও নাখালপাড়া হোপ স্কুল কেন্দ্রে, চরমোনাই পীরের সমর্থিত মাওলানা শেখ ফজলে বারী মাসউদ রামপুরা একরামুন্নেচ্ছা স্কুল এন্ড কলেজে ভোটাধিকার প্রয়োগ করবেন।

ঢাকা দক্ষিণের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী সাঈদ খোকন সকাল সাড়ে ১০টায় নাজিরাবাজার ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাস ভোটাধিকার প্রয়োগ করবেন শাহজাহানপুর মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে। চরমোনাই পীরের সমর্থিত মেয়র প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান নগর ভবনে, সিপিবি-বাসদ সমর্থিত প্রার্থী বজলুর রশীদ ফিরোজ সেগুনবাগিচা গালর্স স্কুল কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

৫ thoughts on “প্রার্থীরা কে কোথায় ভোট দেবেন

Leave a Reply to Abdul Kadir Guddu Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.