ছাত্রলীগ নেতা গ্রেপ্তারে মহাসড়ক অবরোধ

কুবি (কুমিল্লা): কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাধ দত্ত হল শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র‌্যাব। এর প্রতিবাদে ইলিয়াসের সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে। ফলে মাহসড়কের দুই পাশে প্রায় ৩০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার বেলা ১১ টার দিকে কুবির পাশে ময়নামতি শালবন বিহারের একটি পিকনিক স্পট থেকে ইলিয়াস আটক হন।

প্রতক্ষ্যদর্শীরা জানান, বেলা সকাল ১১টার দিকে একটি মাইক্রোবাসে করে সাদা পোশাকে ডিবি পুলিশ ও র‌্যাব সদস্যরা ময়নামতি জাদুঘরের সামনের শালবনে প্রবেশ করে। এর পরপরই র‌্যাব-১১ এর একটি কালো পিকআপ ভ্যান ময়নামতি জাদুঘরের সামনে আসে। তারা শালবনের ওই পিকনিক স্পট ঘিরে ফেলে। ভেতরে থাকা ইলিয়াস হোসেন সবুজকে আটক করে কালো গ্লাসের মাইক্রোবাসে করে র‌্যাব-১১ এর কুমিল্লা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

র‌্যাব-১১ এর কুমিল্লা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি নাজিম উদ্দিন আল আজাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কোটবাড়ির শালবন বিহার এলাকায় অস্ত্রসহ ইলিয়াস অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও একটি আমেরিকান পিস্তলসহ তাকে আটক করি। তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় পাঠানো হচ্ছে।

Comilla-University-PIC-2BMএদিকে ইলিয়াস সবুজকে গ্রেপ্তারের প্রতিবাদে দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি বিশ্বরোডের চৌরাস্তা তিনঘণ্টা ধরে অবরোধ করে রাখে তার সমর্থকরা। এতে কুমিল্লার চান্দিনা থেকে চৌদ্দগ্রামের মিয়ার বাজার পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়ে ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা। যানজটে অনেকে বিদেশগামী যাত্রী ও রোগীসহ অ্যাম্বুলেন্স আটকা পড়ে।

অবরোধকারী ছাত্রলীগ কর্মীরা জানান, ইলিয়াসকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তার প্রতিপক্ষ গ্রুপ ষড়যন্ত্র করে আটক করিয়েছে। তার কাছে কোনো অস্ত্র ছিল না। তারা অবিলম্বে ইলিয়াস হোসেনের মুক্তি দাবি করে।

এদিকে, অবরোধের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ শিক্ষকরা পুলিশকে সঙ্গে নিয়ে ইলিয়াসের সমর্থকদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রক্টর ও পুলিশ ইলিয়াসকে থানায় সোপর্দ ও আদালতে প্রেরণের আশ্বাস দিলে তারা অবরোধ থেকে সরে আসে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল বলেন, ‘আমি বাইরে আছি পরে জানাব।’

৩ thoughts on “ছাত্রলীগ নেতা গ্রেপ্তারে মহাসড়ক অবরোধ

Leave a Reply to Singer Boy Tanvir Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.