আসন্ন ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র পদপ্রাথী জননেতা মির্জা আব্বাস এর পক্ষে ভোট প্রদানের আহ্বানে মতিঝিল, টিএন্ড টি, কমলাপুর এলাকার ফুটপাতের জনসাধারণের মাঝে প্রচারপত্র বিতরন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারন সম্পাদক জনাব আবুল খায়ের খাজা , সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসীন , যুগ্ম সাধারন সম্পাদক দিদার হোসেন, সহ-সাধারন সম্পাদক আবুল কালাম পাটোয়ারী , সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম , প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফুজ্জামান প্রিন্স , দপ্তর সম্পাদক হান্নান মজুমদার , নিবাহী সদস্য মনির হোসেন , বিল্লাল হোসেন মাল , জাহিদুল আমিন , শরীফ হোসেন , তোফায়েল আহমেদ ,মোহাম্মদ রনি , মোহাম্মদ আলী , এ.এস.এম তৌফিক আহমেদ ,অমরেশ মন্ডল রতন , ওমর মোতালেব টিটু , অ্যাপোলো কামরুল ইসলাম সুমন সহ অন্যান্য নেতৃবন্দ।।
নাসিম/প্রবাসনিউজ২৪.কম