ইয়েমেনে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে সৌদি আরব এবং তার আরব মিত্ররা। বৃহস্পতিবার ওয়াশিংটনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এ ঘোষণা দিয়েছেন। ইয়েমেনে ক্ষমতাচ্যুত সরকারকে পুনর্বহালের জন্য এ হামলা চালানো হচ্ছে বলে জানিয়েছে সৌদি আরব। ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের শক্ত ঘাঁটি এডেন রক্ষায় এ হামলা চালানো হচ্ছে। হুতি বিদ্রোহীরা এডেনের দিকে অগ্রসর হচ্ছে-এমন খবরের পরপরই সৌদির এ ঘোষণা এলো। সৌদি আরব ও তার মিত্রদের এ হামলার উদ্দেশ্য হুতি বিদ্রোহীদের বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার ক্ষমতা ধ্বংস করা। সৌদি নেতৃত্বাধীন যৌথ বাহিনী ইয়েমেনের বন্দরে না ভিড়তে বিদেশি জাহাজকে সতর্ক করে দিয়েছে। এছাড়া ইয়েমেনের আকাশসীমাকে ‘নিয়ন্ত্রিত স্থান’ ঘোষণা করা হয়েছে। হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট বারাক ওবামা সৌদি নেতৃত্বাধীন হামলায় লজিস্টিক ও গোয়েন্দা সমর্থন দেয়ার অনুমোদন দিয়েছেন। ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত আদেল আল-জুবায়ের জানিয়েছেন, হামলার ১০টি দেশ অংশ নিয়েছে। ইয়েমেনের বিদ্রোহীরা এখন দেশটির বিমান শক্তি এবং ব্যালেস্টিক ক্ষেপনাস্ত্র নিয়ন্ত্রণ করছে। এ হামলার মাধ্যমে সৌদি আরব ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ শুরু করলো। ইয়েমেনের সাথে সৌদি আরবের দীর্ঘ সীমন্ত রয়েছে।
সূত্র: নিউইয়র্ক টাইমস, রয়টার্স