ঢাকা: সিরিয়া গৃহযুদ্ধ পাঁচ বছরে পা রেখেছে। গত চার বছর ধরে সরকার এবং বিদ্রোহীদের মধ্যকার সংঘাতে ২ লাখ ১৫ হাজার মানুষ নিহত হয়েছেন। এদের এক তৃতীয়ংশই বেসামরিক নাগরিক। রোববার যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ গোষ্ঠী সিরিয়ান অবজারভেটরি ফর হিউমেন রাইটস এ তথ্য জানিয়েছে।
অবজারভেটরি বলছে, ২০১১ সালের মার্চ থেকে শুরু হওয়া ওই গৃহযুদ্ধে ২ লাখ ১৫ হাজার ৫১৮ জন প্রাণ হারিয়েছে। এদের মধ্যে এক তৃতীয়াংশই হচ্ছে বেসামরিক নাগরিক। গত চার বছরের যুদ্ধে সবমিলিয়ে ৬৬ হাজার সাধারণ নাগরিক নিহত হয়েছে যাদের মধ্যে ১০ হাজার ৮০৮ জন শিশু এবং ৭ হাজার নারী।
সম্প্রতি সিরিয়া যুদ্ধে হতাহতের সংখ্যা বাড়ছে বলেও জানা গেছে।গত পাঁচ সপ্তাহে নিহত হয়েছে ৫ হাজার মানুষ।
এদিকে এই যুদ্ধে সরকারের পক্ষে মারা গেছে ৪৬ হাজার ১৩৮ জন।
সিরিয়া যুদ্ধে সবমিলিয়ে ৩৯ হাজার বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে। এদের মধ্যে ২৭ হাজার জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট এবং আল নুসরাত ফ্রন্টের সদস্য।
Md Azizul liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.