‘বাংলাদেশের বিপক্ষে নৃশংস হও মরগ্যান’

ঢাকা: একেবারে খাদের কিনারে দাঁড়িয়ে ইংল্যান্ড। বিশ্বকাপে এখন বাকি আর দুটি ম্যাচ। আগের চার ম্যাচে মাত্র একটিতে জয়। অর্জণ মাত্র ২ পয়েন্ট। কোয়ার্টার ফাইনালে যেতে হলে পরের দুই ম্যাচে অবশ্যই বাংলাদেশ আর আফগানিস্তানকে হারাতে হবে ইংলিশদের। কোনমতে পা হড়কালেই কেল্লাফতে। সরাসরি বিমান ধরতে হবে লন্ডনের। এ পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক মরগ্যানকে আরও অনেক বেশি কঠোর এবং নৃশংস হওয়ার পরমার্শ দিয়েছে সাবেক ইংলিশ ক্রিকেটাররা।

তবে বাংলাদেশ আর আফগানিস্তানের বিপক্ষে জিতলেও কিন্তু ইংল্যান্ডের শেষ আট নিশ্চিত নয়। বাংলাদেশ যদি তাদের শেষ ম্যাচে কোনভাবে নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়! তাহলে শেষ আটে নাম লেখাবে বাংলাদেশই। মাশরাফিদের নিয়ে ইংল্যান্ডের ভয়ও কম নেই। এই দলটির বিপক্ষে যে সাম্প্রতিক রেকর্ড তাদের কোনমতেই ভালো নয়! শেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে ইংলিশরা। গত বিশ্বকাপেও এই দলটির কাছে হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল তাদের।

তবে ইংলিশরা এখনও আশার আলো দেখছেন, পরপর দুই ম্যাচে ৩০০’র বেশি রান তুলেছে ইংল্যান্ড। জো রুট দারুণ ব্যাটিং ফর্মে, জস বাটলার ভাল ছন্দে, মইন আলিও বল হাতে সফল। নেটে অনেক স্বচ্ছন্দ দেখাচ্ছে অধিনায়ক মর্গ্যানকে। তবে এবারের বিশ্বকাপে তিনটে হারের ধরন এমনই যে, এ সব কিছুই এখন তুচ্ছ সান্ত্বনার মতো দেখাচ্ছে।

সাবেক ইংলিশ ক্রিকেটার বব উইলিস মনে করছেন, একেবারে শেষ মুহূর্তে ব্যাটিং অর্ডারে অদলবদল করা দলের পক্ষে কাল হয়েছে, ‘শ্রীলংকায় জেমস টেলর এত ভাল খেলল, তবু তিন নম্বরে গ্যারি ব্যালান্সকে খেলানো হচ্ছে কেন? মরগ্যান আর বাটলার বড্ড নীচে ব্যাট করছে। নতুন নিয়মের সঙ্গে ওরা মানিয়ে নিতে পারছে না। কারণ একমাত্র মরগ্যান গোটা বিশ্বে টি২০ খেলে, আর অনেক নিয়মই ওই ফরম্যা থেকে এসেছে’ – বলে তিনি আরও যোগ করেছেন, ‘এবি ডি’ভিলিয়ার্স বা ব্রেন্ডন ম্যাকালাম খেলাটাকে অন্য স্তরে নিয়ে গেছে । দুঃখের বিষয়, আমাদের ও রকম কেউ নেই।’

ইংলিশ ক্রিকেটমহলের একাংশের আবার মত, এই দলটা বড্ড বেশি ‘নরম’। এদের মধ্যে জয় ছিনিয়ে নেওয়ার ‘নৃশংস’ মানসিকতাটাই নেই। তবে এ নিয়ে একেবারেই ভাবতে চান না ইয়ন মরগ্যান। বরং তিনি বলছেন, ‘আমরা মানুষ হিসেবে ভাল না খারাপ, সেটা অপ্রাসঙ্গিক। খারাপ পারফর্ম করলে এ রকম হাজার-হাজার তত্ত্ব তৈরি হয়। আমরা মোটেও ‘ফ্রিজ’ হয়ে যাইনি। তবে হ্যা, নিজেদের ক্ষমতা অনুযায়ী পারফর্ম করতে পারিনি। টুর্নামেন্টের শুরুতেই অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের মোকাবিলা করার মতো ভাল ক্রিকেট খেলিনি। সহজ জিনিসগুলো ঠিকঠাক করতে পারিনি বলে সংগ্রম করেছি।’

২ thoughts on “‘বাংলাদেশের বিপক্ষে নৃশংস হও মরগ্যান’

Leave a Reply to Md Azizul Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.