ঢাকা: অবিলম্বে গৃহকর্মীদের আইনি স্বীকৃতির দাবি জানিয়েছে জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।
শনিবার (০৭ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে সংগঠনটি এ দাবি জানায়।
জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আঞ্জুমান আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডা. ওয়াজেদুল ইসলাম খান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য হাজেরা সুলতানা, দলটির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন, গৃহশ্রমিক নেটওয়ার্কের আহ্বায়ক সুলতান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নারীর অধিকার প্রতিষ্ঠায় লড়াই-সংগ্রামের বিকল্প নেই। কেননা, নারীরা সহজে তার অধিকার পায় না। লড়াই–সংগ্রামের মধ্য দিয়ে কিছু অধিকার প্রতিষ্ঠা হলেও, এখনও গৃহকর্মীদের শ্রম, আইনগত স্বীকৃতি পায়নি। অথচ বাংলাদেশ আইএলও কনভেশন-১৮৯-এ অনুস্বাক্ষরকারী দেশ। তাই অবিলম্বে গৃহকর্মীদের আইনি স্বীকৃতিসহ শ্রম আইনের বাস্তবায়ন করতে হবে।
সমাবেশ শেষে তারা একটি র্যালি বের করেন। র্যালিটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে হাইকোর্ট, পল্টন হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
Md Azizul liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.