কিছু আঁতেল খালেদার দোষ দেখেন না

ঢাকা: বিরোধী দলের আন্দোলনের নামে জ্বালাওপোড়াও ও পেট্রোলবোমা মেরে মানুষ করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন, এক শ্রেণীর বুদ্ধিজীবী এরপরও খালেদা জিয়ার কোনো দোষ দেখতে পাচ্ছেন না। তারা দেখেও না দেখার ভান করছেন।

শনিবার বিকেলে ৭ই মার্চ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগ আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে কিছু আঁতেল আছেন, একধরনের শিক্ষিত মানুষ আছেন, তারা খালেদার দোষ দেখেন না। এর মধ্যে টিচারও আছেন। শিশু মারছেন। নারী মারছেন। যুবদল-ছাত্রদল নেতারা বোমা বানাতে গিয়ে তারাই শেষ। তা নাকি তারা দেখেন না। তার আন্দোলন সফল হয়নি। হবেও না। তিনি ধোঁকাবাজি করে যাচ্ছেন। এটা তাদের পূর্বের অভ্যাস। বিজেপির নোতা নাকি ফোন করেছেন। ঘুষ দুর্নীতি করে তাদের এমন অবস্থা।’

তিনি বলেন, ‘২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিল। আইভি রহমানকে হত্যা করলো। আমি নাকি নিজেই ভ্যানিটি ব্যাগে গ্রেনেড নিয়ে গেছি। মিথ্যা বলা তাদের পূর্বের অভ্যাস।’

বিএনপির আগের শাসনের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘৫ বছর তারা ক্ষমতায় ছিল। একটা দিনও তারা দেশের মানুষকে শান্তি দেয়নি।’

এর আগে বিকেল ৩টা ১০ মিনিটে সমাবেশস্থলে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৩টা ১৫ মিনিটে ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াছ হোসাইন বিন হেলালীর কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

এতে আরো বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম প্রমুখ।

৫ thoughts on “কিছু আঁতেল খালেদার দোষ দেখেন না

Leave a Reply to Mohammad Jabed Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.