চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ ঘর ভষ্মীভূত : কোটি টাকার ক্ষতি

দক্ষিন চট্টগ্রামের সাতকানিয়ায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সাতকানিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের চরপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ও দমকল বাহিনীর লোকজন দীর্ঘ দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম সোহেল অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শী ও সাতকানিয়া ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার সময় রনো মুন্সির বাড়ির মোহাম্মদ রফিকের রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুর্হুতেই চরদিকে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

সাতকানিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, আমরা খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ ঘটনাস্থল পরির্দশনের সময় বলেন, ক্ষতির পরিমাণ আনুমানিক কোটি টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। তাদের সর্বোচ্চ সহায়তা দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।

১০ thoughts on “চট্টগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ৩০ ঘর ভষ্মীভূত : কোটি টাকার ক্ষতি

Leave a Reply to Ali Imran Shamim Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.