দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫, গুলি

গোপালগঞ্জের কাশিয়ানীতে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে ছাত্রীদের উত্ত্যক্ত করা নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ১৮ জনকে আটক ও ৬০ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহত মন্টু সরদার (৩৫) ও সলেমান সরদারকে (৩৩) আশঙ্কাজনক অবস্থায় কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা গ্রেপ্তার এড়াতে গোপনে বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি হয়েছেন বলে জানা গেছে।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ফুকরা মদন মোহন একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছিল। এসময় দক্ষিণ ফুকরা গ্রামের বখাটে যুবকরা স্কুলছাত্রীদের উত্ত্যক্ত করে। এতে কলসি ফুকরা গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে দক্ষিণ ফুকরা গ্রামের বখাটেদের উত্তমমাধ্যম দিয়ে স্কুল থেকে বিতারিত করে।

বিকেল ৫টার দিকে দক্ষিণ ফুকরার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কলসি ফুকরা গ্রামের বাজারে হামলা করে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে। কলসি ফুকরার লোকজন প্রতিহত করতে আসলে ঢাকা-খুলনা মহাসড়কে দু’দলের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্ধ্যা ৭টার দিকে ৬০ রাউন্ড রাবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ ও ১৮ জনকে গ্রেপ্তার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কাশিয়ানী থানার ওসি মো. মনিরুল ইসলাম ১৮ জন আটক ও ৬০ রাউন্ড টিয়ারশেল, রাবার বুলেট নিক্ষেপের কথা স্বীকার করে জানান, এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

৩ thoughts on “দু’গ্রুপের সংঘর্ষে আহত ২৫, গুলি

Leave a Reply to রুপসা যুবদল Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.