প্রেসক্লাবে গান গাইলেন ইথুন বাবু

নাগরিক সমাজের উদ্যোগে “সেভ বাংলাদেশ” অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে তুললেন এই দেশের জনপ্রিয় সুরকার ও সঙ্গীত শিল্পী ইথুন বাবু । আজ প্রেসক্লাবে জাসাস ঢাকা মহানগর দক্ষিনের উদ্দেগে “মা কাঁদছে স্বাধীনতা’ গানের এ্যালবাম থেকে চলমান আন্দোলনের গান গেয়ে মাতিয়ে তুলেছেন এই সময়ের সবচেয়ে জনপ্রিয় সুরকার ও সঙ্গীত শিল্পী ইথুন বাবু । এছারাও গান করেন জাসাস নেতা শেখ মহসিন ও আল আমিন । উল্লেখ যে , জাসাস ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের তত্তাবধয়েনে ও পরিকল্পনায় চলমান আন্দোলন নিয়ে একটি গানের সিডি খুব শীঘ্রই উদ্ভোধন ও বিতরন করা হবে।

IMG_20150301_170724462_HDR

IMG_20150301_171056106

নাসিম/প্রবাসনিউজ২৪.কম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *