ঢাকা: এই প্রথম বাংলাদেশি হ্যাকারদের সাইবার নিরাপত্তায় কাজে লাগাতে যাচ্ছে সরকার। দেশের সাইবার নিরাপত্তায় সরকারের সঙ্গে কাজ করবে বাংলাদেশের বিভিন্ন হ্যাকার গ্রুপ। সরকারের বিভিন্ন ওয়েবসাইটের নিরাপত্তা ত্রুটি খুঁজে সমাধান দেবে হ্যাকাররা।
এরআগে বিভিন্ন সময়ে কয়েকটি হ্যাকার গ্রুপের পক্ষ থেকে সরকারকে সহায়তার আগ্রহ দেখানো হলেও সরকারের পক্ষ থেকে তেমন আগ্রহ দেখা যায়নি।
রোববার আইসিটি মন্ত্রণালয় বাংলাদেশের হ্যাকার গ্রুপ সাইবার ৭১-এর প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠকের পর এলআইসিটি প্রকল্পের এক কর্মকর্তা জানান, ‘দেশের সাইবার নিরাপত্তায় এর আগে সরকারেরর বিভিন্ন সংস্থাসহ আইটি বিভাগের অনেককেই প্রশিক্ষণ দেয়া হয়েছে। এবার এথিক্যাল হ্যাকিংয়ে দেশীয় মেধা কাজে লাগানো হবে।’
সাইবার ৭১ এর সদস্য তামজিদ রহমান লিও জানান, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সঙ্গে আমাদের বিশেষ এক বৈঠকের ব্যবস্থা করা হয়েছিল। সরকারের সঙ্গে কাজ করে দেশের সাইবার নিরাপত্তায় ভূমিকা রাখতে পারবো- এ কারণে আমরা আনন্দিত। সাইবার ৭১ দেশের জন্য কাজ করে, করবে। আমরা কোনো পারিশ্রমিক চাই না, দেশের সাইবার স্পেসের নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমরা কাজ করবো।’
Mahabub Rahaman liked this on Facebook.
Raj Jony liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
Mdsayfur Rahman liked this on Facebook.