লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংস্কৃতিকর্মীরা। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত সমাবেশে তারা এ দাবি জানান।
এদিকে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট ডেকেছে বাম ছাত্র সংগঠনগুলোর মোর্চা ‘প্রগতিশীল ছাত্রজোট’। অন্যদিকে গণজাগরণ মঞ্চ শনিবার দ্বিতীয় দিনের মতো তাদের প্রতিবাদী অবস্থান অব্যাহত রাখে।
শনিবার বিকেলে ৪টায় টিএসসি প্রাঙ্গণে সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। জোটের সভাপতি গোলাম কুদ্দুছের সভাপতিত্বে সমাবেশে সংহতি প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ও পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব ডা. কামরুল হাসান। বক্তব্য দেন সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, বর্তমান সাধারণ সম্পাদক হাসান আরিফ, পথনাটক পরিষদের সভাপতি মান্নান হীরা, নাট্যশিল্পী আফরোজা বানু, আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য রফিকুল ইসলাম, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, নাট্য ব্যাক্তিত্ব মামনুর রশীদ, গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর প্রমুখ।
সমাবেশ থেকে বিচারের দাবিতে আগামী ৬ মার্চ সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে গণঅবস্থান ও অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বইমেলা ঘিরে বাড়তি নিরাপত্তার মধ্যে এমন হত্যাকাণ্ডে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নিয়েও প্রশ্ন তোলেন।
সমাবেশে ঢাবি উপাচার্য অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, অভিজিৎ ও তার স্ত্রী বন্যার অপরাধ ছিলো তারা স্বাধীন বাংলাদেশ, ভাষা আন্দোলন ও প্রগতির পক্ষে। যারা এসবের বিপক্ষে তারাই এ হামলা চালিয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠা ও হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধ করতে দোষীদের দ্রুত সময়ে বিচারের আওতায় আনতে হবে।
গোলাম কুদ্দুছ বলেন, ধর্মীয় মৌলবাদ, সাম্প্রদায়িক শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে চূড়ান্তভাবে পরাজিত করতে স্বাধীনতার স্বপক্ষের সব শক্তিকে সর্বশক্তি নিয়ে রাজপথে নামতে হবে।
Najmul Islam Shohag liked this on Facebook.
Md Salam liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.