অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে হাসপাতালে ২ পুলিশ

ঢাকা: অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে সহজ-সরল মানুষের সব হারানোর খবর গণমাধ্যমে প্রায়ই আসে। ভয়ানক এই পার্টির খপ্পড় থেকে সাধারণ মানুষকে রক্ষার দায়িত্ব বা তাদের অপতৎপরতা রোধের দায়িত্ব বর্তায় পুলিশের ওপর। শনিবার রাজধানীর গুলিস্তান এলাকায় সেই বাহিনীরই দুই সদস্যকে নেশাজাত দ্রব্য খাইয়ে সব হাতিয়ে নিয়েছেন অজ্ঞান পার্টির সদস্যরা।

অজ্ঞান পার্টির প্রতারণার শিকার পুলিশের দুই কনস্টেবল নূর হোসেন (৩৫) ও সাইফুল ইসলাম (৩২) বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। রাত সাড়ে ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের জ্ঞান ফেরেনি।

জানা গেছে, গুলিস্তানে দোয়েল পরিবহনের কাউন্টারের সামনে অচেতন অবস্থায় পড়েছিলেন এ দুই কনস্টেবল। রাত ৮টার দিকে স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে রাজারবাগ পুলিশ লাইনের নায়েক মাহবুব এ দুজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা ঢামেক মেডিসিন বিভাগের ৭০১ ও ৭০২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঠিক কীভাবে নূর হোসেন ও সাইফুল অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়েছেন সে সম্পর্কে কিছু বলতে না পারলেও মাহবুব বলছেন, তাদের সবকিছু ছিনিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা।

৩ thoughts on “অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে হাসপাতালে ২ পুলিশ

Leave a Reply to MD Razak Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.