ঢাকা: মুম্বাইয়ের বান্দ্রায় নির্মিতব্য দ্য অ্যাড্রেস নামের একটি বিলাসবহুল ভবন বড় ধরণের অনিয়মের কারণে পুরোপুরি ভেঙ্গে ফেলা হচ্ছে। ওই ভবনটিতে বলিউড তারকা সালমান খানেরও একটি ফ্ল্যাট রয়েছে বলে জানা গেছে।
ভবন নির্মাণে অনিয়মের বিষয়টি কর্তৃপক্ষের অনুমোদন পাবে না তা বুঝতে পেরে ভবনটির নির্মাতা প্রতিষ্ঠান ধিরাজ গ্রুপ নিজেরাই সেটি ভেঙ্গে ফেলার উদ্যোগ নিয়েছে।
তাজ ল্যান্ডস এন্ড হোটেলের কাছে ভবনটি নির্মিত হচ্ছিল। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্মিত হলে পশ্চিম মুম্বাইয়ের শহরতলী এলাকায় ওই ভবনটিই হতো সবচেয়ে বিলাসবহুল ভবন। বলিউড অভিনেতা সালমান খান এবং কংগ্রেস অভিনেতা কৃপাশঙ্কর সিংয়ের ছেলে সঞ্জয়ের মতো তারকা ব্যক্তিত্বরা ওই ভবনে একটি ফ্ল্যাট বরাদ্দের জন্য ২০ কোটি রুপি করে অগ্রিম অর্থ দিয়েছেন।
Ali Akbor Rajon liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.
Haji Rubel Sowkat Ramgonj liked this on Facebook.
Mamun Ahmed liked this on Facebook.
Mizanur Rahaman liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.