সেই তিন তরুণীর সঙ্গে….

ঢাকা: ব্রিটেন থেকে তুরস্ক হয়ে সিরিয়াা পথে পাড়ি জমান তিন ব্রিটিশ তরুনীর সাথে যোগাযোগের চেষ্টা চালাচ্ছে লন্ডন পুলিশ। লন্ডন মহানগর পুলিশের কমান্ডার রিচার্ড ওয়ালটন জানান, আমরা ঔ তিন তরুনীর ব্যাপারে উদ্বিগ্ন এবং আমাদের এখন প্রধান লক্ষ তাদের সিরিয়া যাওয়া বন্ধ করা এবং তাদের সাথে যোগাযোগ স্থাপন করা।

এরা হচ্ছে-১৫ বছরের শামিমা বেগম, ১৬ বছর বয়সী খাদিজা সুলতানা ও আমিরা আবেস। আমিয়ার বয়স জানা যায়নি। পুলিশের ধারনা করছে তারা বর্তমানে সিরিয়ায় রয়েছে।

আমিরা আবেস তার বাবাকে বলেছিল সে একটা বিয়ের অনুষ্ঠানে যাচ্ছে । কিন্তু পরবর্তীতে জানা যায় সে কোন বিয়ের অনুষ্ঠানে যায়নি বরং সে এবং তার দুই বান্ধবীর সাথে বিমানে করে তুরস্ক পাড়ি জমিয়েছে। পুলিশের ধারনা সে এবং তার দুই বন্ধু বর্তমানে সিরিয়ায় আইএস এ যোগদান চেষ্টা করছে।

আমিরার বাবা তার প্রতিক্রিয়ায় বলেছেন, যে তার মেয়ে গর্ধবের মত কাজ করেছে। তিনি তার মেয়েকে ফিরে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, তুমি চিন্তা করে দেখ তোমাকে তোমার মা, ভাই এবং বোন কতটা ভালবাসে এবং তাদের কান্না কেউই থামাতে পারছেনা।

উল্লেখ্য, আজ থেকে ৬ দিন আগে তিনজন ব্রিটিশ তরুনী বাড়ি থেকে পালিয়ে ইস্তাম্বুলে পাড়ি জমান। তিন তরুনী এখন কোথায় আছে এ বিষয়ে পুলিশ নিশ্চিত নয়।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন জানান, আইএসের সাথে এবার বহুজাতিক যুদ্ধে নামতে হবে। তিনি আরও বলেন এখন থেকে প্রতিটি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে আইএসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। তাদেরকে বুঝতে হবে যে, আইএসের বিরুদ্ধে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

৮ thoughts on “সেই তিন তরুণীর সঙ্গে….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *