আইএসে যোগ দেয়ায় অভিযুক্ত মার্কিন কিশোর হামজা

কট্টরপন্থী সংগঠন ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ার অভিযোগে অভিযুক্ত হয়েছে এক মার্কিন কিশোর। সিরিয়া ও ইরাকের একটি বড় অংশ আইএসের দখলে। আইএসে যোগ দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের মিনিয়্যাপলিসের টুইন সিটিজের চতুর্থ নাগরিক ১৯ বছর বয়সী হামজা আহমেদ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই। বিদেশী জঙ্গি সংগঠনে যোগ দেয়ার উদ্দেশে যে মার্কিনিরা যুক্তরাষ্ট্র ছেড়েছেন বা ছাড়ার চেষ্টা করছেন, তাদের তদন্তের আওতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করছে কর্তৃপক্ষ। অভিযোগনামা ও আদালতে পেশ করা নথি অনুযায়ী, হামজা আহমেদ ও তার তিন সঙ্গী মিনিয়্যাপলিস থেকে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের (জেএফকে) উদ্দেশে যাচ্ছিল। ২০১৪ সালের ৮ই নভেম্বর জেএফকে থেকে বিমানে ওঠার সময় ওই ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। হামজার সঙ্গে অপর এক ব্যক্তিকে তুরস্কের ইস্তাম্বুলগামী একটি বিমান থেকে আটক করা হয়। ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। বাকি তিনজনকে বিমানে উঠতে বাধা দেয়া হয়। এরপরই হামজাকে জিজ্ঞাসাবাদ শুরু করে এফবিআই। সাক্ষাৎকারে ওই কিশোর বেশ কয়েকটি মিথ্যা তথ্য দিয়েছিল। সে একাই ভ্রমণ করছিল এবং বাকিদের সম্পর্কে সে কিছু জানে না- এ ধরনের বেশ কিছু মিথ্যা বলে হামজা। ২০১৪ সালের ৯ই নভেম্বর মিনেসোটায় ফেরার পর হামজাকে ফের জিজ্ঞাসাবাদ করেন এফবিআই’র গোয়েন্দা কর্মকর্তারা। কিন্তু, ফের মিথ্যা বলে সে। যথাযথ তথ্য-প্রমাণ সাপেক্ষে শেষ পর্যন্ত তাকে অভিযুক্ত করা হয়।

৩ thoughts on “আইএসে যোগ দেয়ায় অভিযুক্ত মার্কিন কিশোর হামজা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *