বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ না হলে টাকা ফেরত

সাইক্লোন ম্যার্সিয়ার প্রভাবে প্রবল বৃষ্টির জন্য বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচটির পণ্ড হতে পারে। আর তা হলে স্টেডিয়ামের দর্শকদের টিকেটের টাকা ফেরত দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ কর্তৃপক্ষ।

আগামী শনিবার ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় শুরু হবে ম্যাচটি।

২০১৫ বিশ্বকাপের আয়োজক সংস্থা শুক্রবার এক বিবৃতিতে জানায়, ম্যাচটি পরিত্যক্ত হলে অথবা দুই ইনিংস মিলে ২৫ ওভারের কম খেলা হলে টিকেটের টাকা ফেরত দেয়া হবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার আইনেও টিকেটের টাকা ফেরত দেয়ার এই নিয়ম মানা হয়। এই বিষয়ে আইসিসির ২০১৫ বিশ্বকাপ ওয়েবসাইটে বিস্তারিত জানানো হয়েছে।

ম্যাচটি হবে কি না, সেটা সময় হলেই বোঝা যাবে। তবে এই মুহূর্তে সাইক্লোনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা নিয়েই চিন্তায় আছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। আইসিসিও তাদের বিবৃতিতে স্থানীয় জনগণকে নিয়ে তাদের ভাবনার কথা জানিয়েছে।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপে মাঠে নামার কথা চোট কাটিয়ে ওঠা ক্লার্কের। ম্যাচটি হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও তার দল পুরোপুরি প্রস্তুত বলে জানান ক্লার্ক। তবে এই মুহূর্তে তাদের ভাবনা জুড়ে আছে শুধুই এখানকার মানুষ।

“পূর্বাভাস অবশ্যই ভালো নয়… এই মুহূর্তে আমাদের মূল ভাবনা কুইন্সল্যান্ডের মানুষদের নিয়ে।”

৩ thoughts on “বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ না হলে টাকা ফেরত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *