বিএনপি জোটের হরতাল-অবরোধে বোমাবাজির মধ্যে ঢাকার হাজারীবাগে যুবদলের এক নেতার বাড়িতে বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।
হাজারীবাগের ভগলপুরে বিএনপির সহযোগী সংগঠনটির স্থানীয় ওই নেতার বাড়িতে বোমা তৈরি হচ্ছিল বলে পুলিশের দাবি।
নিহত যুবকের নাম জসিম। তার বয়স আনুমানিক ২২ বছর। যার বাসায় বিস্ফোরণ ঘটেছে, সেই মো. রাজু (২৫) যুবদলের ২২ নম্বর ওয়ার্ড কমিটির সাংগঠনিক সম্পাদক বলে পুলিশ জানিয়েছে।
হাজারীবাগ থানার এসআই মিজানুর রহমান বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে ১৩৬, ভগলপুরের বাসার দোতালায় বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে পুলিশ দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
বাসাটি যুবদল নেতা রাজুর বলে হাজারীবাগ থানার অপারেশন অফিসার সুখেন্দ্র চন্দ্র সরকার জানিয়েছেন।
তিনি বলেন, “বাসায় বাবা, মা, বোনসহ রাজু থাকেন। তার কক্ষেই বিস্ফোরণ ঘটে।”
বিস্ফোরণে ঘরের দরজা-জানালা ভেঙে পড়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা মিজান বলেন, “মনে হচ্ছে, বোমা বানাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।”
এসআই সুখেন্দ্র বলেন, “রাজু জানিয়েছে, বোমা বানাতে জসিমসহ কয়েকজনকে কামরাঙ্গীরচর থেকে আনা হয়েছিল।”
তবে বিস্ফোরণের পর অন্য সবাই পালিয়ে যায়। রাজুর মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ থানায় নিয়ে গেছে।
রাজুর পরিবার অবাঙালি বলে পুলিশ কর্মকর্তা সুখেন্দ্র জানান।
Md Azizul liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.