ঢাকা: ২০১৫ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নির্ধারিত ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান সংগ্রহ করেছে সংযুক্ত আরব আমিরাত। ফলে জয়ের জন্য ২৮৬ রান সংগ্রহ করতে হবে এলটন চিগম্বুরা বাহিনীকে।
বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন পার্কে টস হেরে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলার পর আউট হন আমজাদ আলি (৭)। তেনদাই চাতারার বলে ক্রেইগ আরভিনের হাতে ক্যাচ দেন ইউএই ওপেনার। ৫.৫ ওভারে আমজাদের আউটের পর দ্রুত বিদায় নেন আরেক ওপেনার আন্দ্রে বারেনজারও (২২)।
এরপর তৃতীয় উইকেটে কৃষ্ণ চন্দ্র ও খুররম খানের ৮২ রানের জুটি কক্ষপথে ফেরায় মোহাম্মদ তৌকির বাহিনীকে। পঞ্চম উইকেটেও প্রতিরোধ দেখা যায়। শেষ পর্যন্ত স্কোরবোর্ডে ২৮৫ রান তোলে ইউএই। ৫০ বলে সর্বোচ্চ ৬৭ রান করেন দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান সাইমান আনোয়ার। ৫৫ বলে ৪৫ রান করেছেন খুররম খান।
এছাড়া কৃষ্ণ চন্দ্র ৩৪, স্বপ্নিল পাতিল ৩২ ও আন্দ্রে বারেনজার ২২ রান করেন। আমিরাত শাহীর পক্ষে তৃতীয় ও পঞ্চম উইকেটে সর্বোচ্চ ৮২টি করে রান এসেছে। জিম্বাবুয়ের পক্ষে তিনটি উইকেট নিয়েছেন পেসার তেনদাই চাতারা। দুটি করে উইকেট পেয়েছেন সলোমান মায়ার ও শেন উইলিয়ামস।
Md Fahad Abdullah liked this on Facebook.
Md Nazim Lohagara liked this on Facebook.
Noor Nakeib liked this on Facebook.
Sarowar Islam liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.
Hafiz Bd liked this on Facebook.
Dolon Shaik Dhakaiya liked this on Facebook.
Delwar Hossain liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.
অাসাদ উদ্দিন তিতুমীর liked this on Facebook.