ডেইলি স্টারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী

ঢাকা : হিযবুত তাহরীরের পোস্টার ব্যবহার করে প্রতিবেদনে জঙ্গি সংগঠনকে উৎসাহিত করার অভিযোগে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই হিযবুত তাহরীরের পোস্টার ছাপিয়ে যারা এদের মদদ দিয়েছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সংসদ সদস্য পীর ফজলুর রহমানের এক প্রশ্নে শেখ হাসিনা বলেন, বাংলা মোটরের কোন কোণায় একটা পোস্টার পড়ে ছিল, সেটা মানুষজন পড়ত না। নেগেটিভ বা পজিটিভ হোক, যেভাবেই লিখুক না কেন, পোস্টারটি বিশাল আকারে ছাপানো হিযবুত তাহরীরকে একটু মদদ দেওয়ার শামিল বলে আমি মনে করি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আমাদের পত্র-পত্রিকা যখন কোনো জিনিস ছাপায় বা কিছু করে, কোনটা নিষিদ্ধ বা কোনটা নিষিদ্ধ না, কাদের দ্বারা দেশের ক্ষতি হতে পারে এ ধরনের কোনো জিনিস তাদের করা উচিত না।

উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি ‘ফ্যানাটিকস রেইজ দেয়ার আগলি হেড অ্যাগেইন’ শিরোনামে প্রতিবেদনে হিযবুত তাহরীরের একটি পোস্টার ছাপানোর অভিযোগে ইতিমধ্যে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামসহ তিনজনের বিরুদ্ধে আদালতে লিখিত অভিযোগ দায়ের করেছেন এক আইনজীবী।

৫ thoughts on “ডেইলি স্টারের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে : প্রধানমন্ত্রী

Leave a Reply to AL Amin Jcd Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.