ঢাকা: পশিচমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঢাকা সফরের মধ্যে দিয়ে দুদেশের অমীমাংসিত ইস্যুগুলোর সমাধান সহজ হবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ কথা জানান তিনি।
শাহরিয়ার আলম বলেন, ‘ভারত-বাংলাদেশের মধ্যে অমীমাংসিত বেশ কয়েকটি ইস্যু, বিশেষ করে তিস্তা চুক্তির ক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে সহযোগিতা দরকার মমতার এ সফরের মধ্যে দিয়ে সেটি পাওয়া যাবে বলে প্রত্যাশা করি আমরা।’
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে মমতার এ সফর হলেও বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাতও হবে বলে জানান মন্ত্রী।
আগামী ১৯ ফেব্রুয়ারি ৪৮ ঘণ্টার সফরে ঢাকা আসবেন মমতা বন্দোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হিসেবে এটিই মমতার প্রথম ঢাকা সফর।
মমতার সফরসঙ্গী হিসেবে এরআগে তৃণমূল সাংসদ আহমদ হাসান ইমরানের থাকার গুঞ্জন ছিল। তবে সফরসঙ্গীর তালিকায় ইমরানের নাম নেই বলে জানিয়েছেন শাহরিয়ার আলম।
সারদা অর্থ কেলেঙ্কারি ও জামায়াতে ইসলামীর জন্য অর্থ পাচারের অভিযোগ রয়েছে এই ইমরানের বিরুদ্ধে।
শাহরিয়ার আলম আরো বলেন, ‘অফিসিয়ালি ১৮ জনের একটি প্রতিনিধি দল থাকছে মমতার সঙ্গে।’
Mozibur Rahman liked this on Facebook.
মানিক মিয়া liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.