সেঞ্চুরি করেই দলকে টানলেন সিমন্স

ঢাকা: ড্যারেন স্যামির মত এতটা মারকাটারি ছিলেন না। শুরুতে মনযোগ দিয়েছিলেন ইনিংস গড়ার দিকে। ৮৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর প্রয়োজন ছিল ধরে খেলার। সেটিই করে গেলেন মূলত ল্যান্ডল সিমন্স। তবে, সঙ্গী ড্যারেন স্যামিকে মারমুখি হতে দেখে আর খেলা স্লগ ওভারে চলে আসায় বিধ্বংসীরূপ ধারণ করেছেন তিনিও।

যে কারণে দেখা গেল ছক্কা মেরেই ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি পূরণ করলেন তিনি এবং ক্যারিয়ারে দ্বিতীয়বার তিন অংকের ঘরে যেতে বল ব্যায় করেছেন মাত্র ৮৩টি। বাউন্ডারি মেরেই সেঞ্চুরি পূরণ করেন তিনি। মজার বিষয় হলো ল্যান্ডলের সেঞ্চুরিতে পৌঁছার সঙ্গে সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও পার করে ৩০০ রানের মাইলফলক।

শুরুতে সিমন্স অনেক স্লো ছিলেন। হাফ সেঞ্চুরিতে পৌঁছাতে যেখানে স্যামির লেগেছে ৪৫ বল, সেখানে সিমন্সের লেগেছে ৬০ বল। তবে শেষ দিকে এসেই মারাত্মক মারমুখি ভুমিকায় দেখা গেল সিমন্সকে। শেষ ৫০ রান করতে মাত্র ২৩ বল ব্যায় করেন তিনি।

ড্যারেন স্যামির সঙ্গে সিমন্স জুটি গড়েন ১৫৪ রানের। যেখানে স্যামির রান ৮৯ আর সিমন্সের রান ৬০। ৮৯ রান নিয়ে স্যামি আউট হয়ে গেলেও সেঞ্চুরি পূরণ করেন সিমন্স।

৪ thoughts on “সেঞ্চুরি করেই দলকে টানলেন সিমন্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *