চট্টগ্রামের সীতাকুন্ডে শিবির-পুলিশ সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ এক শিবির-কর্মী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছে।
হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করলেও, নিহত আরিফের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি।
উপজেলার নুনাছড়া এলাকায় পুলিশের টহল গাড়িতে হামলাকালে এ সময় তিন শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাত ৯টার দিকে উপজেলার নুনছড়া এলাকায় শিবিরের ২০/২৫ জন কর্মী অবরোধ-হরতালের সমর্থনে মহাসড়কে নাশকতা চালানোর চেষ্টা করলে, পুলিশ তাতে বাধা দেয়। এ সময় ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালায় শিবির-কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে তিন শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ ৩ শিবিরকর্মীসহ ৫ জনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে দুইটি পেট্রোল বোমা ও ১০টি ককটেল উদ্ধার করা হয়।
আহতদের তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরিফের মৃত্যু হয়।
সীতাকুন্ড সার্কেলের সহকারি পুলিশ সুপার সাইফুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।