ঢাকা: আগুনে যুক্তরাষ্ট্রে একটি মসজিদ পুড়ে গেছে। শুক্রবার ভোরে হোস্টনে এ ঘটনা ঘটে। স্থানীয় মুসলমানদের দাবি উদ্দেশ্যপ্রণোদিতভাবে মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে।
শুক্রবার ভোরে সাড়ে ৫টার দিকে দক্ষিণ-পূর্ব হোস্টনের কুবা ইসলামিক ইনিস্টিটিউট নামের ওই মসজিদ ভবনটিতে আগুন ধরে যায়। এতে ভবনটির সামনের অংশ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিনির্বাপক কর্মকর্তারা ভবনটি বন্ধ করে দিয়েছেন।
মসজিদের ইমাম জাহিদ আব্দুল্লাহ ছেলে আহসান জাহিদ জানান, তদন্তকারীরা তাকে জানিয়েছেন ঘটনাস্থলে পেট্রোলের মতো দাহ্যবস্তুর উপস্থিতি পাওয়া গেছে। আর দাহ্যবস্তুর উপস্থিতি প্রমান করে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে।
তিনি বলেন, ‘তাদের (তদন্ত দলের) কাছে কুকুর ছিলো। আর কুকুর দাহ্যবস্তুর গন্ধ শুকতে সক্ষম হয়েছে। এটা কোন দুর্ঘটনা ছিলো না।’
তবে অগ্নিনির্বাপক কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও তারা জানেন না। তবে এ বিষয়ে তদন্ত চলছে।
Amader kiso korte hobe..
Jone Make liked this on Facebook.
Faruk Hossein liked this on Facebook.
Md Azizul liked this on Facebook.