প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১৯৭৬ সালের জানুয়ারি থেকে ২০১৫ পর্যন্ত বিশ্বের ১৬০টি দেশে ৯১ লাখ ৭১ হাজার ১৩৯ জন বাংলাদেশি কর্মরত আছেন। তিনি বলেন, এর মধ্যে সৌদি আরবে ২৬ লাখ ৪০ হাজার ৫৩৮ জন, সংযুক্ত আরব আমিরাতে ২৩ লাখ ২৯ হাজার ৫৫৫ জন কর্মী বৈধভাবে গমন করেছেন। মঙ্গলবার সংসদে সরকারি দলের সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, কর্মী গ্রহণকারী কোনো দেশে বিদেশি কর্মীর সংখ্যা অধিক হয়ে গেলে সে দেশ বিদেশি কর্মীদের ভারসাম্য রক্ষার চেষ্টা করে থাকে। ফলে শ্রম বাজার বন্ধ হয়েছে বলার সুযোগ নেই। তিনি বলেন, গত বছর মধ্যপ্রাচ্যের দেশসমূহে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী গমন করেছে। বর্তমান সরকারের অব্যাহত শ্রম কূটনৈতিক তত্পরতা এবং ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌদি আরব সফরকালে সৌদি বাদশাহ’র সাথে ব্যক্তিগত আলোচনা এবং সর্বশেষ চলতি বছরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর সফরের প্রেক্ষিতে সৌদি আরবের শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই নামমাত্র ব্যয়ে সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণ শুরু করা সম্ভব হবে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্য দেশসমূহে চাহিদা অনুযায়ী যোগ্যতাসম্পন্ন সকল পেশার বাংলাদেশি কর্মীর গমন উন্মুক্ত থাকবে। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলে বিশ্বের ১৬০টি দেশে দক্ষ ও অদক্ষ কর্মী পাঠানো হয়েছে। বিগত জোট সরকারের আমলে এ সংখ্যা ছিল ৯৭টি। মালয়েশিয়ায় গমনেচ্ছুদের ডাটা ব্যাংক তৈরি সরকারি দলের সদস্য মো. মকবুল হোসেনের প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী বলেন, জি টু জি পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য সারাদেশে ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রের মাধ্যমে ১৪ লাখ ৫০ হাজার কর্মীর রেজিস্ট্রেশন করে ডাটা ব্যাংক তৈরি করা হয়েছে। মন্ত্রী বলেন, জি টু জি প্রক্রিয়ায় কর্মীরা মাত্র ২৪ হাজার টাকায় মালয়েশিয়ায় গমন করতে পারছে। বিদেশে ৪ হাজার ৫৭৭ বাংলাদেশি গ্রেফতার সংসদ সদস্য ফরহাদ হোসেনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিভিন্ন দেশে অবৈধভাবে বসবাসকারী ৪ হাজার ৫৭৭ জন বাংলাদেশি নাগরিককে সংশ্লিষ্ট দেশের আইন-শৃঙ্খলা বাহিনী গ্রেফতার করেছে। আটক এসব কর্মীদের আইনগত সহায়তা প্রদানের মাধ্যমে মুক্ত করে দেশে ফেরত আনা হচ্ছে। এছাড়া পাসপোর্ট জটিলতা সংক্রান্ত কর্মীদের আউট পাস প্রদানের মাধ্যমে দেশে ফেরত আনা হবে বলেও জানান মন্ত্রী।
রিপোর্টার: বাংলার কণ্ঠ ডেস্ক