কিশোরগঞ্জ: পাকুন্দিয়ায় দুর্বৃত্তের ছোড়া পেট্রোলবোমার আগুনে একটি মাইক্রোবাস পুড়ে ছাই হয়ে গেছে। তবে এ ঘটনায় কেই হতাহত হয়নি।
শনিবার ভোরে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের চিলাকাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাইক্রেবাসটি (ঢাকা মেট্রো-চ-৫১-৩১৬৪) ঢাকা থেকে কিশোরগঞ্জ যাচ্ছিল। শনিবার ভোরে উপজেলার চিলাকাড়া স্থানে পৌঁছামাত্র দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে গাড়িতে আগুন ধরে গেলে চালক লাফিয়ে নেমে যায়।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।’
Md Azizul liked this on Facebook.
MD Razak liked this on Facebook.
Imtiaz Dibos liked this on Facebook.
Ali Imran Shamim liked this on Facebook.