ঢাবি, জবির পর চবিতেও ধর্মঘট ডাকলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পর রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও (চবি) অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে ছাত্রদল। শুক্রবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে এ ধর্মঘটের বিষয়টি জানিয়েছেন চবি ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম। বিবৃতিতে তাদের স্বাক্ষর রয়েছে।

বিবৃতি অনুযায়ী, আগামী রোববার থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।

বিৃবতিতে যে ১১ দফা দাবির কথা বলা হয়েছে সেগুলো হলো- রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করা, রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়া, বটতলী থেকে পুনরায় ট্রেন চালু করা, শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু করা, ছাত্রলীগের নিয়োগ বাণিজ্য বন্ধ করা, বৈধ শিক্ষার্থীদের হলে উঠতে দেয়া, পূর্ণ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা, বগিভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, ছাত্রলীগের যৌন হয়রানি/ ইভটিজিং বন্ধ করে ছাত্রীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা, সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নির্যাতন বন্ধ করা ও শিক্ষক নিয়োগে দলীয় প্রভাব মুক্ত করে মেধাবীদের নিয়োগ দেয়া ।

এসব দাবিতে গত ৪ ও ৫ ফেব্রুয়ারিও ধর্মঘটের ডাক দিয়েছিল ছাত্রদল।

৬ thoughts on “ঢাবি, জবির পর চবিতেও ধর্মঘট ডাকলো ছাত্রদল

Leave a Reply to Atiq Rahman Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.