সোনমের হীরের নেকলেস চুরি!

সিনেমার গল্প নয়, একেবারে বাস্তব ঘটনা। সোনম কাপুরের মূল্যবান একখানা নেকলেস চুরি গেছে। তাও একেবারে বাড়িতে ঢুকে সোনমের শয়নকক্ষ থেকে নেকলেস চুরি করে চম্পট দিয়েছে ধুরন্ধর চোর! সোনমও উপায়ন্তর না পেয়ে জুহুর থানায় অভিযোগ লিখিয়ে এসেছেন বলে জানা গেল এনডিটিভির খবরে।

অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে চুরির অভিযোগে মামলা নথিবদ্ধ করেছে জুহুর থানার পুলিশ, শুরু হয়ে গেছে অনুসন্ধান। তারকার ঘর থেকে অলঙ্কার চুরি বলে কথা! যেনতেন মামলা নয়। তাই পুলিশও তৎপরতা দেখাচ্ছে বেশ!

পুলিশ জানিয়েছে, সোনম ও তাঁর মা সুনিতা ফেব্রুয়ারির ৫ তারিখে এসে থানায় এই চুরির কথা জানান। অভিযোগে সোনম নেকলেস সম্পর্কে বিস্তারিত বলেছেন। ফেব্রুয়ারির ৪ তারিখে বান্দ্রায় এক পার্টিতে গিয়েছিলেন সোনম, গলায় ছিল সেই নেকলেসটি। রাতে বাড়ি ফিরতে ফিরতে বেশ দেরীও করে ফেলেছিলেন। রাত ২টার দিকে তিনি নিজের কক্ষে এসে একটি ড্রয়ারে নেকলেসটি রেখেছিলেন। কিন্তু পরে একসময় নেকলেসটি খুঁজতে গিয়ে দেখলেন, নেকলেস বেমালুম গায়েব!

সোনম আরো জানান, এই নেকলেস তিনি পেয়েছিলেন একজন নামজাদা স্বর্ণকারের কাছ থেকে এবং এই নেকলেস পরে পার্টিতে যাওয়া ছিল অনেকটা প্রচারণা সংক্রান্ত কাজের মতো। এ জন্য ওই স্বর্ণকার তাঁকে আরো ছয় বাক্স অলঙ্কার দিয়েছেন। পার্টির পরের দিন ওই স্বর্ণকারের একজন প্রতিনিধি যখন অলঙ্কারগুলো ফেরত নিতে আসেন, তখন টের পাওয়া যায় যে হীরের নেকলেসটি লাপাত্তা। নেকলেসটির মূল্য প্রায় পাঁচ লাখ রুপি বলে জানিয়েছে পুলিশ। এরই মধ্যে তারা বাড়ির অন্যান্য লোকজনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্তের প্রাথমিক কার্যক্রম শুরু করে দিয়েছে। বান্দ্রায় যে পার্টিতে সোনম গিয়েছিলেন, সেই পুরো পার্টির সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখেছে পুলিশ। তবে এতে কোনো ধরনের সূত্রই মেলেনি পুলিশের কাছে।

অন্যদিকে, এই চুরির বিষয়ে কথা বলার জন্য গণমাধ্যমকর্মীরা চেষ্টা করলেও কোনো ধরনের মন্তব্য করেননি সোনম।

২ thoughts on “সোনমের হীরের নেকলেস চুরি!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *