ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয় হয়, মুন্সীগঞ্জে আসাদুজ্জামান নূর

হরতাল অবরোধের নামে যারা দেশব্যাপী জ্বালাও-পোড়াও করছে তারা রাজনীতি বোঝে না বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী প্রতিষ্ঠার ৪২ বছর পূর্তিতে ৬ দিনব্যাপী নাট্য উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয় হয়। কারণ তারা জন্ম থেকেই জ্বালাও পোড়াও দেখে বড় হচ্ছে। একটি স্বাধীন দেশের এটি কাম্য ছিল না। স্কুল জীবন থেকে দেখছে তারা পরীক্ষা দিতে পারছে না। এটা তাদের মাঝে ব্যাপক প্রভাব পড়ছে।

তিনি বলেন, একটি পাঠ্য বইয়ের মধ্যে একটি শিশু নির্ধারিত নয়। মুক্ত পরিবেশের মধ্যে যদি সে বেড়ে ওঠে, তাহলে সে সত্যিকারে মানুষ হিসেবে গড়ে উঠবে।

আয়োজক সংগঠনের সভাপতি সুজন হায়দার জনির সভাপতিত্বে বক্তব্য করেন- জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, এএসপি সদর সার্কেল এম এমদাদ হোসেন, অনিয়মিত সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি আ.ক.ম গিয়াসউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি চৌধুরী মোস্তফা আল-মামুন টিটু ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান সাগর প্রমুখ।

রিয়াজ/প্রবাসনিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *