সহিংসতা দমনে সরকার ব্যর্থ

বিএনপি-জামায়াতের আন্দোলনে পেট্রোলবোমায় পুড়ে মানুষ মারা যাওয়াসহ সামগ্রিকভাবে সহিংসতা দমনে সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপিহীন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

শনিবার সকালে চট্টগ্রাম মহানগর জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

বাবলু বলেন, ‘কথিত অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে বিএনপি জোট প্রকাশ্যে পেট্রোলবোমা ছুড়ে মানুষ হত্যা করছে। তাদের কাছে নারী শিশু কেউ নিরাপদ নয়। আন্দোলনের নামে মানুষ হত্যা, অগ্নিসংযোগ, নাশকতা চালিয়ে সন্ত্রাসী কায়দায় বিএনপি দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সরকার মানুষের স্বাভাবিক জীবনের নিরাপত্তা দিতে পারছে না। কোমলমতি ১৫ লাখ শিক্ষার্থীর শিক্ষা জীবন এখন বিপর্যস্ত। সরকার সন্ত্রাসীদের দমনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। জ্বলছে দেশ, পুড়ছে মানুষ। চারদিকে অরাজকতা। এভাবে একটি দেশ চলতে পারে না।’

জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেন, ‘দু’দলের প্রতি অনুরোধ, হিংসা হানাহানি বন্ধ করে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করুন। অন্যথায় দেশের মানুষ বাধ্য হয়ে একদিন দু’দলের বিরুদ্ধে রাজপথে সোচ্চার হবে।’

বিএনপি-আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতা কর্মীদের নির্দেশও দেন তিনি।

নগর জাপার যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব এয়াকুব হোসেনের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উত্তর জেলা জাপা আহ্বায়ক শায়েস্তা খান চৌধুরী, দক্ষিণ জেলা সদস্য সচিব নুরুচ্ছাফা সরকার, নগর জাপা যুগ্ম আহ্বায়ক সালামত আলী, কামরুজ্জামান পল্টু, আলহাজ্ব কামাল উদ্দিন তালুকদার, আলহাজ্ব আবদুল্লাহ মিয়া, নগর যুব সংহতির আহ্বায়ক এস এম সাইফুল্লাহ, সদস্য সচিব অধ্যাপক নুরুল বাশার সুজন, নগর কৃষক পার্টির আহ্বায়ক এনামুল হক বেলাল, নগর জাপা নেতা জসিম উদ্দিন, রেজাউল করিম রেজা, খোকন চৌধুরী, নগর নৌযান শ্রমিক পার্টির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, ছাত্র সমাজ কেন্দ্রীয় সহ-সভাপতি এনায়েত আলী খান প্রমুখ।

১২ thoughts on “সহিংসতা দমনে সরকার ব্যর্থ

Leave a Reply to Saidur Rohman Monir Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.