ঢাকা: ‘shame the rapist’। এই নামেই সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়েছে ক্যাম্পেন। ধর্ষকদের মুখোশ খুলে সমাজের সামনে তাদের টেনে দাঁড় করানোর চেষ্টা। আর সম্পূর্ণ একার চেষ্টায় এই ক্যাম্পেন শুরু করতেই আক্রান্ত হলেন বিশিষ্ট সমাজকর্মী সুনীতা কৃষ্ণন।
হায়দরাবাদে চারমিনারের সামনের পার্কিং লটে দাঁড় করানো তার গাড়িতে ঢিল ছুঁড়ে মারে দুষ্কৃতিকারীরা। তবে এই ঘটনায় একটুও না দমে তিনি যে সঠিক পথেই রয়েছেন, তা স্পষ্টভাবে বুঝলেন বলে জানিয়েছেন সুনীতা।
হায়দরাবাদে একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান সুনীতা কৃষ্ণন। হোয়াটসঅ্যাপে দুটি ভিডিও ক্লিপ পান তিনি। যেখানে দুটি আলাদা গণধর্ষণের ঘটনার ছবি তুলে রাখা হয়েছে। ক্যামেরার সামনে রীতিমত হাসিমুখে পোজ দিয়েছে ধর্ষকরা। এই নির্লজ্জতা সহ্য করতে না পেরে ধর্ষকদের এই ভিডিওকেই তাদের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেন তিনি। এই দুটি ভিডিও ফেসবুক, টুইটার এবং ইউটিউবে আপলোড করেন তিনি।
দুটি ভিডিওয় দেখা গেছে, মোট ৬ ধর্ষককে। দুটি ক্ষেত্রেই আক্রান্তদের মুখ ঢেকে দিয়েছেন তিনি। গণধর্ষণের এই ঘটনা দুটি অন্তত ৬ মাসের পুরনো বলে মনে করা হচ্ছে। সোশ্যাল সাইটে ধর্ষণের ভিডিও আপলোড করে এই অপরাধীদের কেউ চিনলে বা দেখতে পেলে অবিলম্বে পুলিশকে জানাতে আবেদন করেছেন তিনি। বৃহস্পতিবার ভিডিও আপলোড করার পর শুক্রবার একটি বেসরকারি ইংরাজি সংবাদমাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে দেশব্যাপী প্রচার শুরু করেন তিনি।
দেখুন ভিডিওটি-