চিত্র-নায়িকা ‘বিদ্যা সিনহা মীম’ এবার রূপালী পর্দায় দর্শকদের মন-উষ্ম করতে একটু ভিন্নভাবে হাজির হচ্ছেন ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইট-হার্ড’ছবিতে। সম্প্রতি এই ছবির একটি গানের দৃশ্যে নায়ক বাপ্পীর সাথে তাকে অনেকটা খোলামেলা ভাবে দেখে অনেকের চোখ কপালে উঠেছে। গানটিতে মিম এবং বাপ্পীকে বেশ অন্তরঙ্গই লেগেছে। এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান।
তবে গানটির অন্তরঙ্গ দৃশ্য সম্পর্কে চিত্রনায়িকা মীম বলেন, এটি কোন গানের দৃশ্য নয়, সম্পূর্ণভাবে একটি প্রোমো। পুরো ছবিটি দেখলে বিষয়টি ক্লিয়ার বোঝা যাবে।
সুইট-হার্ড ছবিটি নিয়ে ইতোমধ্যে বেশ আলোচনা-সমা্লোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে। মীমের এই খোলামেলা অভিনয়ের কারণ নিয়ে যে ধুম্রজালের আস্তারণ পড়েছে তার স্বচ্ছ উত্তর পাওয়ার জন্য মীম ভক্তদের অপেক্ষা করতে হবে ছবিটি মুক্তি পাওয়া পর্যন্ত।
উল্লেখ্য ২০০৮ সালে হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ ছবি দিয়ে মীম চলচ্চিত্রের ক্যারিয়ার শুরু হয়েছিলো।এ ছাড়া ‘আমার প্রাণের প্রিয়া’, ‘আমার মন বলে তুমি আসবে’, ‘জোনাকির আলো’, ‘পদ্মপাতার জল’, ‘তারকাঁটা’ প্রভৃতি ছবিতে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।
Sirajul Huque liked this on Facebook.
Sirajul Huque liked this on Facebook.