পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি চীনা প্রেসিডেন্ট

পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসের সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সাত বছরের বিরতির পর আগামী ২৩ মার্চ প্রজাতন্ত্র দিবসে এই যৌথ সামরিক কুচকাওয়াজের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের এক শীর্ষ সেনা কর্মকর্তার বরাত দিয়ে গতকাল গণমাধ্যম এই তথ্য জানায়। সিদ্ধান্তটি এমন সময় নেওয়া হচ্ছে যার কয়েকদিন আগেই অনুষ্ঠিত হয়ে গেছে ভারতের প্রজাতন্ত্র দিবসের জমকালো আয়োজন। যেখানে অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এদিকে পাকিস্তানের তিন বাহিনীর যৌথ আয়োজনে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে থাকবে সমরাস্ত্র প্রদর্শনী ও পাকিস্তানের অন্যান্য ঐতিহ্যবাহী অনুষ্ঠান। কুচকাওয়াজের স্থান এখনো নির্ধারিত না হলেও রাজধানী ইসলামাবাদের আশপাশের কোনো স্থানে এ কুচকাওয়াজ অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তা। দ্য ডন।

১৯ thoughts on “পাকিস্তানের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি চীনা প্রেসিডেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *