ওমর একুশে গ্রন্থমেলা ২০১৫ এ ভিন্নচোখ প্রকাশনী থেকে এবারই প্রথম বাজারে এসেছে বাংলা সাহিত্যের জনপ্রিয় ও উদীয়মান লেখক রাকিব আল হাসানের প্রথম কাব্যগ্রন্থ ‘অবরুদ্ধ কারাগার’ . এই বইয়ে বাংলা সাহিত্যের সব ধরণের কবিতার সংমিশ্রণ পাওয়া যায়।বইটি পাওয়া যাবে দেশের বিভিন্ন শীর্ষ স্থানীয় লাইব্রেরীতে। অমর একুশে বইমেলার ২৫ নং স্টলের ভিন্নচোখ প্রকাশনী থেকেও সংগ্রহ করতে পারবেন। সকলের আশা এই বইটি পাঠকদের হৃদয় জয় করবে। তাই দেরি না করে আপনিও আপনার কপিটি সংগ্রহ করুন।
Rashed Jamal liked this on Facebook.
Rashed Jamal liked this on Facebook.