বঙ্গবীরের অবস্থান কর্মসূচিতে বি. চৌধুরী

ঢাকা: অবিলম্বে সংলাপ ও অবরোধ প্রত্যাহারের দাবিতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর চলমান অবস্থান কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন বিকল্প ধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী।

মঙ্গলবার দুপুর ২টা ১০ মিনিটে রাজধানীর মতিঝিলে চলামান কর্মসূচিতে তিনি যোগ দেন। তার পাশপাশি আরো যোগ দিয়েছেন মেজর (অব.) আব্দুল মান্নান।

গত বৃহস্পতিবার থেকে চলছে কাদের সিদ্দিকীর এ অনশন। সেদিন রাতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ফুটপাতে মাদুর বিছিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তার সঙ্গে কৃষক শ্রমিক জনতা লীগের তিন শতাধিক কর্মীও অবস্থান নেন।

অবরোধ প্রত্যাহার ও সংলাপ না হওয়া পর্যন্ত মতিঝিল ছাড়বেন না বলেও ঘোষণা দেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।

২১ thoughts on “বঙ্গবীরের অবস্থান কর্মসূচিতে বি. চৌধুরী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *