ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্ট ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিচেল জনসন। এরপর আর মাঠে ফেরা হয়নি বাঁহাতি এই পেসারের।
সুস্থ হয়ে উঠলেও বিশ্বকাপের আগে জনসনকে খেলিয়ে ঝুঁকি নিতে চায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। অবশেষে বিশ্বকাপের ১২ দিন আগে মাঠে ফিরছেন এই স্পিডস্টার।
রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। পার্থে অনুষ্ঠিত এই ম্যাচেই মাঠে নামবেন জনসন।
গত বছর টানা খেলার কারণে ক্লান্ত হয়ে পড়েছিলেন বাহাতি এই পেসার। ইনজুরির কারণে বিশ্রামের সুযোগ পেয়ে সেই ক্লান্তিও দূর করেছেন জনসন। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে বিশ্রামে থাকার খুব প্রয়োজন ছিল। ব্যক্তিগত শেষ ১২ মাসে একটানা ক্রিকেট নিয়ে ব্যস্ত ছিলাম। সংযুক্ত আরব আমিরাত সফরটি আমাদের জন্যে খুব কঠিন ছিল। ঘরের মাঠে মনে করেছিলাম আমাদের পছন্দের উইকেট পাব। কিন্তু এখানেও বোলিং করতে বেশ কষ্ট করতে হয়েছে।’
প্রসঙ্গত ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিন টেস্টে ১৩ উইকেট নিয়েছিলেন মিচেল জনসন।
নিজেকে সম্পূর্ণ ফিট দাবি করে জনসন বলেন, ‘ম্যাচে নামার জন্যে এখন সম্পূর্ণ ফিট আমি। বিশ্বকাপের আগে নিজেকে ঝালিয়ে নেওয়া প্রয়োজন। ফাইনালে খেলার সুযোগটি কাজে লাগাতে চাই।’
এদিকে জনসন দলে ফিরলেও অলরাউন্ডার শেন ওয়াটসনকে হারিয়েছে অস্ট্রেলিয়া। বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার কোচ ও প্রাক্তন ক্রিকেটার ড্যারেন লেম্যান। পার্থ রেডিও স্টেশন সিক্সপিকারকে লেম্যান বলেন, ‘সত্যি বলতে ফাইনালে শেন ওয়াটসনকে আমরা পাচ্ছি না। হ্যামস্ট্রিংয়ে চোটে ভুগছেন তিনি। এ ছাড়া ফাইনালের জন্যে আমরা মিচেল মার্শকেও পাচ্ছি।’
তথ্যসূত্র : স্পোর্টাল