‘এসএসসি পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয় সে ব্যাপারে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। বেগম খালেদা জিয়া নৃশংসতামূলক কর্মকাণ্ড চালিয়ে প্রমাণ করেছেন দেশ ও জনগণ তার কাছে কিছুই নয়। রাষ্ট্রীয় ক্ষমতা দখল ও তার দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করাই তার মূল লক্ষ্য।’
শনিবার সকালে কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সংসদ সদস্য মাহাবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘কোনো রাজনৈতিক দল এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষ পুড়িয়ে জঘন্যতম কর্মকাণ্ড চালিয়ে যাবে তা সাধারণ মানুষের ধারণার বাইরে।’
এ সময় বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারের ব্যাপারে হানিফ বলেন, ‘কোনো রাজনৈতিক দলের নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে গাড়িতে আগুন দেয়া ও মানুষকে পুড়িয়ে হত্যার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। এরা রাজনৈতিক ছদ্মবেশী সন্ত্রাসী। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ছাড় দেয়ার কোনো সুযোগ নেই।’
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলের নেতকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি কুষ্টিয়া সরকারি কলেজের মোবাইল অ্যাপস ও ৩ দিনব্যাপী মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘জ্ঞানের কোনো বিকল্প নেই। এখন আমরা তথ্য প্রযুক্তির যুগে চলে এসেছি। পুরো বিশ্ব এখন হাতের মুঠোয়। আগে চিঠি বা টেলেক্সের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র দেশে বিদেশে পাঠানো হতো। আর এখন কয়েক সেকেন্ডের মধ্যে ই-মেইলের মাধ্যমে পাঠানো সম্ভব হচ্ছে। শুধু তাই নয়, সর্বক্ষেত্রে প্রযুক্তি ব্যবহার বাড়ছে।’
ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘মোবাইল অ্যাপস ব্যবহার করে কুষ্টিয়া সরকারি কলেজের পুরো তথ্যসমুহ সহজেই বিশ্বের মানুষ জানতে পারবে। গোটা বিশ্ব যখন এগিয়ে যাচ্ছে তারসঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। আগামী ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।’
কুষ্টিয়া সরকারি কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বদরুদ্দাজা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আবু বক্কর সিদ্দিকসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পরে মুক্তিযুদ্ধ বিষয়ক ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।
One thought on “ক্ষমতা দখলই খালেদার মূল লক্ষ্য”